এক্সপ্লোর
অভিনেত্রী মালবী মলহোত্রকে ছুরি নিয়ে আক্রমণ, গ্রেফতার অভিযুক্ত যুবক
২৬ তারিখ একটি ক্যাফে থেকে বেরনোর পর আক্রান্ত হন মালবী।

মুম্বই: অভিনেত্রী মালবী মলহোত্রকে ছুরি মারার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। যোগেশ কুমার সিংহ (৩১) নামে অভিযুক্তকে ২ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। ২৬ তারিখ একটি ক্যাফে থেকে বেরনোর পর আক্রান্ত হন মালবী। তাঁর পিছু ধাওয়া করে ছুরি নিয়ে আক্রমণ করে যোগেশ। সে মালবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে সাড়া না দেওয়াতেই ছুরি মারে বলে অভিযোগ। এই অভিনেত্রী জানিয়েছেন, ‘অনেকদিন ধরেই আমার পিছু নিচ্ছিল যোগেশ। ও আমাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আমি তাতে রাজি হইনি। সেই কারণেই ও আমাকে ছুরি মারে। আমার পেটে প্রায় দেড় ইঞ্চি ঢুকে যায় ছুরি। ও আমার মুখেও ছুরি দিয়ে আঘাত করতে চেয়েছিল। কিন্তু আমি কোনওক্রমে সেটা ঠেকাতে সক্ষম হই। আমি হাত দিয়ে মুখ ঢেকে ফেলি। তার ফলে আমার আঙুল কেটে যায়। আক্রান্ত হওয়ার পর আমি রাস্তায় পড়ে যাই। প্রচণ্ড রক্তপাত হচ্ছিল। আমার আঙুল জোড়ার জন্য প্লাস্টিক সার্জারি করাতে হয়েছে। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করছেন। তবে আমার পুরোপুরি সুস্থ হতে দুই থেকে তিন মাস লাগবে।’ এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, ‘মালবীকে ছুরি মেরে পালানোর সময় দুর্ঘটনায় পড়ে যোগেশ। ওকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেখান থেকে ছাড়া পাওয়ার পরেই ওকে গ্রেফতার করা হয়েছে। ও জেরার মুখে বারবার বয়ান বদলাচ্ছে। কোনও প্রশ্নেরই ঠিকমতো জবাব দিচ্ছে না। ও চলচ্চিত্র জগতের লোক। ফলে গল্প বানাতে জানে। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















