এক্সপ্লোর
Advertisement
অনুমতি না নিয়েই অনলাইন ডেটিং অ্যাপে নুসরত জাহানের ছবি ব্যবহার, তদন্তে লালবাজার
অনলাইন ডেটিং অ্যাপ। আর তার বিজ্ঞাপনেই ফলাও করে দেওয়া হয়েছে অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের ছবি!ওপরে লেখা, লকডাউনে ঘরে বসে নতুন বন্ধু বানান।
কলকাতা : অনলাইন ডেটিং অ্যাপ। আর তার বিজ্ঞাপনেই ফলাও করে দেওয়া হয়েছে অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের ছবি!ওপরে লেখা, লকডাউনে ঘরে বসে নতুন বন্ধু বানান।আর নীচে তৃণমূল সাংসদের ছবি। সঙ্গে লেখা, ওনার সম্পর্কে আরও জানুন।
সোমবার বিষয়টি সামনে আসতেই হইচই শুরু হয়ে যায়। নজরে আসার সঙ্গে সঙ্গে নুসরত জাহান ট্যুইট করে জানান, সম্মতি না নিয়ে আমার ছবি ব্যবহার করা হয়েছে। এটা কখনওই বরদাস্ত করা যায় না। কলকাতা পুলিশের সাইবার সেলকে অনুরোধ করছি বিষয়টি দেখার জন্য। আমি এর বিরুদ্ধে আইনত পদক্ষেপ করব।
ট্যুইটটি কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকেও ট্যাগ করেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ।এরপর তদন্তে নামে লালবাজারের সাইবার থানা। সূত্রের খবর, ওই অ্যাপটি কারা বানিয়েছে, কোন আইপি অ্যাড্রেস থেকে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement