এক্সপ্লোর
Advertisement
Adar Poonawalla birthday: আর একটু ঘুমোও, সেরাম মালিক আদার পুনাওয়ালাকে তাঁর স্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা
সেরাম সিইও আদার গতকাল ৪০ বছরে পা দিয়েছেন। তাঁর জন্মদিনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নাতাশা পুনাওয়ালা।
নয়াদিল্লি: গতকাল ছিল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালার জন্মদিন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড করোনা টিকা তৈরির জন্য মাসের পর মাস বিনিদ্র কাটিয়েছেন তিনি। জন্মদিনে তাঁকে আর একটু ঘুমোনোর শুভেচ্ছা জানালেন তাঁর স্ত্রী নাতাশা পুনাওয়ালা।
সেরাম সিইও আদার গতকাল ৪০ বছরে পা দিয়েছেন। তাঁর জন্মদিনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নাতাশা পুনাওয়ালা। তিনিও সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর। পোস্টে তিনি করোনা টিকা নিয়ে আসার জন্য তাঁর স্বামীর বিরতিহীন কঠোর পরিশ্রমের উল্লেখ করেছেন।
ছবিতে দেখা যাচ্ছে, আদার পুনাওয়ালা জন্মদিনের কেক কাটছেন, সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী, দুই ছেলে ও আত্মীয়রা। নাতাশা লিখেছেন Happy birthday to this powerhouse, and my rock Adar Poonawalla, কয়েক মাসের কঠোর পরিশ্রম ও বিনিদ্র রজনীর পর উৎসবের জন্য একটু সময় বার করেছ তুমি। আরও অনেক সাফল্য আসুক, আর একটু বেশি ঘুমও।
নাতাশার বন্ধু অভিনেত্রী সোনম কপূরও ইনস্টাগ্রামে আদারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাঁকে সম্বোধন করেছেন, ‘সেই ব্যক্তি যিনি দুনিয়াকে বাঁচাতে চলেছেন’ বলে।
মঙ্গলবার পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে বার হয়েছে কোভিশিল্ড টিকা। কলকাতা, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, লখনউ, গুয়াহাটি ও পটনা সহ দেশের বিভিন্ন শহরে এ সপ্তাহের শুরুতেই পৌঁছে গিয়েছে করোনা টিকার সাড়ে ছাপ্পান্ন লাখ ডোজ। প্রথম শিপমেন্ট বেরিয়ে যাওয়ার পর সেরাম টিমের ছবি টুইট করেছেন আদার পুনাওয়ালা, বলেছেন এটি তাঁর পক্ষে একটি আবেগপ্রবণ মুহূর্ত।
An emotional moment for the team at @SerumInstIndia as the first shipments of #Covishield finally leave for multiple locations across India. pic.twitter.com/AmrZLesmj5
— Adar Poonawalla (@adarpoonawalla) January 12, 2021
এ বছর এপ্রিলের মধ্যে ৫.৬০ কোটি কোভিশিল্ড টিকার ডোজ কেনার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার, প্রতি ডোজের দাম পড়বে ২০০ টাকা করে। এই সোমবার কেনা হয়েছে ১.১০ কোটি ডোজ, আরও ৪.৫০ কোটি কেনা হবে এপ্রিলের মধ্যে।
শনিবার থেকে শুরু হচ্ছে ভারতের গণ করোনা টিকা প্রদান, যা বিশ্বের অন্যতম বৃহৎ টিকা দান যজ্ঞ বলে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement