Kerala Plane Crash LIVE Updates: কোঝিকোড় বিমান দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ১৯,শেষ উদ্ধারকাজ, হেল্পলাইন চালু
বিমানটিতে মোট ১৯১ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১০ জন শিশু। ১২৮ জন পুরুষ যাত্রী। ৪৬ জন মহিলা যাত্রী ছিলেন। এছাড়া বিমানে ছিলেন ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু।
LIVE

Background
কোঝিকোড়: কেরলের কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। রানওয়েতে পিছলে, ভেঙে দু’টুকরো হয়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান। দুর্ঘটনায় মৃত্যু হল পাইলট সহ বেশ কয়েকজন যাত্রীর।
বন্দে ভারত মিশনে, দুবাই থেকে ভারতীয়দের নিয়ে ফিরছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের "আইএক্স১৩৪৪" বিমানটি। বিমানবন্দর সূত্রে খবর, রাত পৌনে আটটা নাগাদ বিমান অবতরণের সময় বৃষ্টি হচ্ছিল।
মাটি ছোঁয়ার মুহূর্তেই বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি বৃষ্টিভেজা রানওয়েতে পিছলে যায়। তারপর রানওয়ে পেরিয়ে পাশের একটি খাদে পড়ে যায় সেটি। বিশাল বিমানটি মাঝখান থেকে ভেঙে দু’টুকরো হয়ে যায়।
বিমানটিতে মোট ১৯১ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১০ জন শিশু। ১২৮ জন পুরুষ যাত্রী। ৪৬ জন মহিলা যাত্রী ছিলেন। এছাড়া বিমানে ছিলেন ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্রু।
দুর্ঘটনার পরই রানওয়েতে পৌঁছোয় স্থানীয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। রানওয়েতে চলে আসে একের পর এক অ্যাম্বুল্যান্স। শুরু হয় উদ্ধার কাজ।
দু’টুকরো হয়ে যাওয়া বিমান থেকে যাত্রীদের বার করে হাসপাতালে পাঠানো হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় পাইলট এবং কয়েকজন যাত্রীর মৃত্যু হয়েছে।
কোঝিকোড়: রানওয়েতে পিছলে খাদে পড়ে ভেঙে দুই টুকরো বিমান, বাড়ছে মৃতের সংখ্যা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
