এক্সপ্লোর
‘কানাডার পাসপোর্ট আছে, তবে এ-দেশে কাজ করি, কর জমা করি, তাহলে এই প্রশ্ন কেন?’ – নাগরিকত্ব নিয়ে ট্যুইট-জবাব অক্ষয়ের
অক্ষয় লিখেছেন, বুঝতে পারছি না, আমার নাগরিকত্ব নিয়ে এই অবাঞ্ছিত উৎসাহ ও নেতিবাচক চর্চার কারণ কী।....আমি এ-দেশে কাজ করি, আয়কর জমা করি।

নয়াদিল্লি: নাগরিকত্ব বিতর্কে এবার মুখ খুললেন অক্ষয় কুমার। লোকসভা নির্বাচনের মাঝে এই বিষয় নিয়ে কাটাছেঁড়া শুরু হওয়ায় তিনি যে অসন্তুষ্ট তাও ষ্পষ্ট অভিনেতার জবাবি টুইটে। সম্প্রতি অক্ষয়ের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। কানাডার পাসপোর্ট আছে তাঁর, এই বিষয় নিয়েই কাটাছেঁড়া শুরু হয় বিভিন্ন মহলে। তা নিয়ে আক্কির সাফ জবাব, তাঁর কাছে কানাডার পাসপোর্ট থাকার কথা কখনই অস্বীকার করেননি। কিন্তু গত ৭ বছরে একবারও সে-দেশে যাননি তিনি। এ-নিয়ে একটি লম্বা টুইটও করেন ‘কেশরী’ স্টার। দেখুন:
— Akshay Kumar (@akshaykumar) May 3, 2019
তিনি লিখেছেন, ‘বুঝতে পারছি না, আমার নাগরিকত্ব নিয়ে এই অবাঞ্ছিত উৎসাহ ও নেতিবাচক চর্চার কারণ কী।....আমি এ-দেশে কাজ করি, আয়কর জমা করি।...এতগুলো বছর আমাকে কারও কাছে ভারতের প্রতি ভালোবাসার প্রমাণ দিতে হয়নি। কিন্তু অহেতুক যেভাবে আমার নাগরিকত্ব প্রসঙ্গ বিতর্কের মধ্যে টেনে আনা হচ্ছে, তাতে আমি মর্মাহত।’
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি 'অরাজনৈতিক’ দীর্ঘ সাক্ষাৎকার নেন অক্ষয় কুমার। সেটি সম্প্রচার হওয়ার পর থেকেই অক্ষয়ের রাজনৈতিক চিন্তাধারা নিয়ে নানারকম চর্চা চলছে। এর মধ্যেই নেটিজেনরা প্রশ্ন তেলেন, কেন ভোট দেননি অক্ষয় কুমার। তারপরই আলোচনার কেন্দ্রে চলে আসে অভিনেতার নাগরিকত্বের বিষয়টি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
খবর
আইপিএল
Advertisement
