এক্সপ্লোর
Advertisement
প্রতিবাদ চালিযে যেতে পারেন বিরোধীরা, সিএএ নিয়ে পিছু হটছে না সরকার, লখনউয়ে শাহ
সিএএ-তে কোথাও কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনও সংস্থান নেই, বরং বহু মানুষকে ভারতের নাগরিকত্ব দেওয়াই এর উদ্দেশ্য়ে, ফের বলেন শাহ{ বলেন, লোকসভায় এই বিল আমি পেশ করেছি বিরোধীদের বলতে চাই, আপনারা প্রকাশ্য়ে বিলটি নিযে আলোচনা করুন, এতে কারও নাগরিকত্ব চলে যাওয়ার ব্য়াপার থাকলে প্রমাণ করুন, দেখান{.
লখনউ: দেশজোড়া সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী প্রবল অসন্তোষ, প্রতিবাদ, বিক্রোভের মুখে অনমনীয় অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিলেন, বিরোধীরা সিএএ-র বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে পারেন, কিন্তু এই আইন প্রত্যাহার করা হচ্ছে না। তিনি চ্যালেঞ্জ করেছেন বিরোধীদের। রাহুল গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবকে আজ লখনউয়ে এক জনসভায় তিনি নাগরিকত্ব আইন নিয়ে প্রকাশ্যে বিতর্কে নামার ডাকও দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিএএ-বিরোধী দলগুলি প্রোপাগান্ডা, মিথ্যা প্রচার চালাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে বলে বিজেপিকে জন জাগরণ অভিযান চালাচ্ছে। যারা দেশকে টুকরো করছে, তাদের বিরুদ্ধে জনচেতনা তৈরির প্রচার এটা। কংগ্রেস, তৃণমূল, এসপি মিথ্যা প্রচার করছে।
তিনি বলেন, আমি আবারও বলতে চাই, সরকার সিএএ নিয়ে পিছু হটছে না, যাঁরা চান, প্রতিবাদ চালিযে য়েতে পারেন।
সিএএ-তে কোথাও কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনও সংস্থান নেই, বরং বহু মানুষকে ভারতের নাগরিকত্ব দেওয়াই এর উদ্দেশ্য, ফের জানান শাহ। বলেন, লোকসভায় এই বিল আমি পেশ করেছি। বিরোধীদের বলতে চাই, আপনারা প্রকাশ্যে বিলটি নিযে আলোচনা করুন, এতে কারও নাগরিকত্ব চলে যাওয়ার ব্যাপার থাকলে প্রমাণ করুন, দেখান।
লখনউয়ে একদল মহিলার সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ অবস্থান আজ পঞ্চম দিনে পড়ল। উত্তরপ্রদেশের রাজধানী শহরের চৌক এলাকার ক্লক টাওয়ারে সিএএ-বিরোধী কর্মসূচিতে সামিল হওযা নিযে ১৬ মহিলা ও ১০০ অজ্রাতপরিচয ব্যক্তিকে অভিযুক্ত করেছে পুলিশ, যাদে্র মধ্যে স্থানীয় কবি মুনাবর রানার দুই মেয়ে আছে।
শাহের পাশাপাশি বিজেপির অন্য নেতাদেরও উত্তরপ্রদেশে প্রচারে নামার কথা। সিএএ-র পক্ষে জনসমর্থন সংগ্রহে
বৃহস্পতিবার আসছেন সদ্য বিজেপি সভাপতি হওয়া জে পি নাড্ডা। দলের দুই প্রাক্তন সভাপতি রাজনাথ সিংহ, নিতিন গডকরীও সভা করবেন।দুজনেই কেন্দ্রের মন্ত্রী।
এদিন শাহের সভার আগে পুলিশ ঘন্টা ঘরের সামনে ফ্ল্যাগ মার্চ করে। ওখানেই মহিলা বিক্ষোভকারীরা প্রতিবাদ অবস্থান চালাচ্ছেন। পুলিশের আবেদন সত্ত্বেও তাঁরা বিক্ষোভ চালিয়ে যান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement