এক্সপ্লোর
Advertisement
সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ভোট দিলেও নাগরিকপঞ্জী মানবে না বিজেডি, ঘোষণা নবীন পট্টনায়েকের
পশ্চিমবঙ্গ, পঞ্জাব, রাজস্থান, ছত্তীসগঢ়, কেরলের মতো রাজ্যগুলি সংশোধিত নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জীর বিরোধিতা করছে।
ভুবনেশ্বর: সংসদে নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে বিজু জনতা দলের সাংসদরা ভোট দিলেও, তাঁরা জাতীয় নাগরিকপঞ্জী মানবেন না বলে জানিয়ে দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এ বিষয়ে তাঁর মন্তব্য, ‘নাগরিকত্ব সংশোধনী আইনের সঙ্গে ভারতীয়দের কোনও সম্পর্ক নেই। এটা শুধু বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য। লোকসভা ও রাজ্যসভায় বিজু জনতা দলের সাংসদরা স্পষ্ট করে দিয়েছেন, তাঁরা এনআরসি সমর্থন করবেন না। নাগরিকদের কাছে আমার আর্জি, শান্তি বজায় রাখুন, গুজব রটাবেন না।’
পুরীর সাংসদ পিনাকী মিশ্র বলেছেন, ‘এনআরসি-র মাধ্যমে নাগরিকত্ব প্রমাণ করার কথা বলে কিছু মানুষকে আক্রমণ করার সুযোগ তৈরি হতে পারে। আমার জন্ম শংসাপত্র নেই, ফলে আমি নাগরিকত্ব প্রমাণ করতে পারব না। এনআরসি-র প্রথম ধাপ হল এনপিআর। রাজ্য সরকারই এনপিআর-এর কাজ করবে। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনও রাজ্য সরকারকে বাধ্য করতে পারে না।’
পশ্চিমবঙ্গ, পঞ্জাব, রাজস্থান, ছত্তীসগঢ়, কেরলের মতো রাজ্যগুলি সংশোধিত নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জীর বিরোধিতা করছে। কেন্দ্রে বিজেপি-র শরিক জেডিইউ সাংসদরা নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ভোট দিলেও, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, তাঁর দল দেশজুড়ে নাগরিকপঞ্জীর বিরোধী। তেলঙ্গানা রাষ্ট্র সমিতি ও আম আদমি পার্টিও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement