এক্সপ্লোর
‘লোকায়ত’ শিবের ছবি এঁকে বিতর্কে শিল্পী, ব্লক ফেসবুক অ্যাকাউন্ট
শিব 'মাস্তান'?

শিল্পী তৌসিফ হকের আঁকা এই ছবি নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
কলকাতা: শিবের ছবি এঁকে বিতর্কে শিল্পী। হাতে গঞ্জিকা। গলায় সাপ। মাথায় জটা, সঙ্গে অর্ধচন্দ্র। পরণে ব্যাঘ্রচর্ম। তিনি বসে আছেন। শিবের এই অবয়বই এঁকেছেন শিল্পী তৌসিফ হক। ফেসবুক পোস্টে ছবিটি পোস্ট করে শিল্পী লিখেছেন, “বাঙালির শিব ঠাকুর কখনো মাসলওয়ালা মাস্তান নন বরং তিনি শান্ত, মাথায় জটা, চেহারা একদম নাদুসনুদুস। ভুঁড়ি আছে এবং তিনি চাষী, কৃষিকাজের মাঝে লাল শালু মুড়ে গঞ্জিকা সেবনে ব্যস্ত থাকেন। তিনি একাধারে প্রেমিক এবং সৎ অন্যদিকে দয়ালু পত্নীনিষ্ঠ ভদ্রলোক।”
বিভিন্ন পুরাণ এবং অন্নদামঙ্গলের বর্ণনাকে আধার করেই নিজের কল্পনায় শিবকে এভাবে দেখিয়েছেন তৌসিফ। শিল্পীর চেতনায় শিব কখনই ‘সিক্সপ্যাকওয়ালা’ নন। শিবের এই অবয়ব এবং তাঁর বর্ণনায় ‘মাস্তানি’ শব্দ ব্যবহার করেই বিতর্কে জড়িয়েছেন তিনি। সমালোচকদের অনেকে তাঁর ধর্মকে সামনে এনে প্রশ্ন তুলেছেন, “একজন আরবি নামধারী ঠিক করে দেবেন বাঙালি হিন্দুর শিব কোনটা আর কোনটা নয়?” ‘মাস্তান’ শব্দেও আপত্তি করা হয়েছে। এখানেই শেষ নয়, সমালোচকরা তৌসিফের এই ছবি নিয়ে ফেসবুকের কাছে রিপোর্ট করায় তাঁর অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























