এক্সপ্লোর
Advertisement
রাজস্থানে কে মুখ্যমন্ত্রী, সমর্থকদের শান্ত থাকার আবেদন পায়লট, গেহলৌতের
নয়াদিল্লি: রাজস্থানে কে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে প্রদেশ কংগ্রেসের শীর্ষনেতাদের মধ্যে সংঘাতের খবরকে লঘু করে দেখানোর চেষ্টা করে দলীয় কর্মীদের শান্ত থাকার আবেদন অশোক গেহলৌতের। বসু্ন্ধরা রাজের বিজেপি সরকারকে হটিয়ে মরুরাজ্যে কংগ্রেস ক্ষমতা দখল করলেও মুখ্যমন্ত্রী বাছাইয়ের প্রশ্নে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব চলছে যুযুধান শিবিরের। একদিকে প্রবীণ অশোক গেহলৌত, অন্যদিকে সচিন পায়লট। দুই নেতার সমর্থকরা রাস্তায় নেমে পড়েছেন। দাবি, তাদের যার যার নেতাকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসাতে হবে। এ নিয়ে উত্তপ্ত বচসা, বাকবিতন্ডা থেকে হাতাহাতি, কিছুই বাদ নেই। তাদের সামলাতে প্রথমে পায়লট নিজের অনুগামীদের ধৈর্য্য ধরতে বলেন। পরে বিবৃতি দিয়ে একই আবেদন করেন গেহলৌতও। তিনি বলেন, শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তই সবার কাছে গ্রহণযোগ্য হবে। সাংবাদিকদের বলেন, কর্মীদের শান্ত থাকার আবেদন করছি। আজ দলের কর্মীদের প্রয়োজন। কংগ্রেস সভাপতি ইতিমধ্যেই রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে দলের জয় সুনিশ্চিত করায় কর্মীদের কঠিন লড়াই, পরিশ্রমের প্রশংসা করেছেন। তাদের কৃতিত্ব দিয়েছেন।
পায়লটও কর্মীদের শান্তি, শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন, বলেন, পার্টির মান-সম্মান বজায় রাখুন। বিবৃতিতে বলেন, কংগ্রেস সভাপতি সব নেতার সঙ্গে কথা বলছেন। মুখ্যমন্ত্রী স্থির করার আগে তিন সব নেতার সঙ্গে আলোচনা করাটা ভাল ব্যাপার। প্রক্রিয়াটা চলছে। শীঘ্রই মুখ্যমন্ত্রীদের নাম চূড়ান্ত করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে। কংগ্রেস সভাপতির সিদ্ধান্তই সবাইকে মানতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement