এক্সপ্লোর
Advertisement
মধ্যপ্রদেশে বিজেপি ১০৭, কং ১১১
নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর উর্জিত পটেলের পদত্যাগের পরদিনই প্রধানমন্ত্রীর অার্থিক উপদেষ্টা মণ্ডলী থেকে পদত্যাগ করলেন নোটবাতিলের সোচ্চার সমর্থক অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লা
তেলঙ্গানায় জিতলেন এমআইএম নেতা আকবরউদ্দিন ওয়াইসি
ত্রিশঙ্কু বিধানসভার দিকে এগোচ্ছে মধ্যপ্রদেশ, পিছিয়ে শিবরাজ সরকারের ৮ মন্ত্রী
শেয়ার সূচক পড়ল ৪৮৫ পয়েন্ট
ছত্তিশগড় কং ৫০, বিজেপি ৩০
এগিয়ে থাকার নিরিখে ছত্তিশগড়ে সংখ্যাগরিষ্ঠতা পেল কংগ্রেস, জাদু সংখ্যা ৪৬ ছুঁয়ে ফেলল তারা
রাজস্থানে বসুন্ধরা সরকারের ৭ মন্ত্রী পিছিয়ে
তেলঙ্গানায় এগিয়ে গেল টিআরএস
৫ রাজ্যেই এগিয়ে কংগ্রেস
ছত্তিশগড়েও এগিয়ে কংগ্রেস
মধ্যপ্রদেশে ৫০ পেরিয়ে গেল কংগ্রেস।
ত্রিপুরসুন্দরী মন্দিরে বসুন্ধরা রাজে।
রাজস্থানে কংগ্রেস ৮, বিজেপি ৫
মধ্যপ্রদেশে বিজেপি এগিয়ে ৭টিতে, কংগ্রেস ৪
মধ্যপ্রদেশে ২টি আসনে এগিয়ে কংগ্রেস, রাজস্থানে ১টিতে এগিয়ে বিজেপি, টঙ্কে এগিয়ে সচিন পাইলট।
তেলঙ্গানায় ১টি আসনে এগিয়ে কংগ্রেস।
চলছে পোস্টাল ব্যালট গোণা, তেলঙ্গানায় ১টি আসনে এগিয়ে টিআরএস।
আগামী বছর লোকসভা ভোট যদি ফাইনাল হয়, তাহলে বছরের ঠিক শেষে আজ বার হতে চলা ৫ রাজ্যের বিধানসভা ভোট অবশ্যই সেমিফাইনাল। বিশেষজ্ঞদের ধারণা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ৫ রাজ্যের ভোটের ফল বুঝিয়ে দেবে সাধারণ মানুষের ভাবনাচিন্তা ঠিক কোন পথে হাঁটছে। তবে বেশিরভাগ জনমত সমীক্ষাই বলছে, নির্বাচনের ফল যা হতে চলেছে, তাতে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি জোটের মুখে হাসি ফুটবে না।
সকাল ৮টা থেকে শুরু হয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলঙ্গানা ও মিজোরামের ফলপ্রকাশ। দুপুরের মধ্যে স্পষ্ট হয়ে যাবে, জনসমর্থন কাদের দিকে। তাৎপর্যপূর্ণ হল, রাজস্থান ও মধ্যপ্রদেশের মত গুরুত্বপূর্ণ রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি, ছত্তিশগড়েও তারা দীর্ঘদিন ক্ষমতাসীন। নবগঠিত রাজ্য তেলঙ্গানার ক্ষমতা দখলের জন্য এবার ঝাঁপিয়েছিল তারা। কিন্তু সিংহভাগ সমীক্ষাই বলছে, প্রতিষ্ঠানবিরোধী হাওয়া এবার প্রবলভাবে বইছে তাদের বিরুদ্ধে। তা ছাড়া রাফাল যুদ্ধবিমান, নোটবাতিল, জিএসটি, বিজয় মাল্য, নীরব মোদীদের দেশ ছাড়ার মত ইস্যুগুলিও কাজ করেছে তাদের বিরুদ্ধে। সমীক্ষা বলছে, রাজস্থানে বসুন্ধরা রাজে সরকারকে ধরাশায়ী করে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসতে চলেছে সচিন পাইলটের কংগ্রেস। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে লড়াই হাড্ডাহাড্ডি হতে পারে তবু অ্যাডভান্টেজ কংগ্রেসই। আবার তেলঙ্গানায় টিআরএস দৃশ্যতই এগিয়ে রয়েছে বিজেপির থেকে, পরিস্থিতি বুঝে এখন থেকেই ভোট পরবর্তী আসন সমঝোতার ইঙ্গিত দিয়ে রেখেছে বিজেপি।
মধ্যপ্রদেশে আসন সংখ্যা ২৩০, জয়ের জন্য দরকার ১১৬টি আসন। রাজস্থানে আসন সংখ্যা ১৯৯, ১০০টি পেলেই সরকার গড়া সম্ভব। ছত্তিশগড়ে ৯০টির মধ্যে পেতে হবে ৪৬টি, তেলঙ্গানায় ১১৯ আসনের মধ্যে দরকার ৬০। আর মিজোরামে ৪০টির মধ্যে ২১টি আসন জিততে হবে।
৫ রাজ্যের ৬৭৮টি আসনের জন্য ভোটে লড়ছেন ৮,৫০০-এর বেশি প্রার্থী, তাঁদের ভাগ্য আপাতত বন্দি ৬৭০টি স্ট্রংরুমে রাখা ১.৭৪ লাখ ইভিএমের মধ্যে। বিএসপি প্রার্থীর মৃত্যুর জন্য রাজস্থানের একটি আসনের ফল আপাতত বার হচ্ছে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement