এক্সপ্লোর
Advertisement
২০০৫-এ নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন, ১৪ বছর পর মারা গেলেন মধ্যপ্রদেশের কুঞ্জিলাল
সময়টা ২০০৫। স্বঘোষিত ভবিষ্যত বক্তা মধ্যপ্রদেশের কুঞ্জিলাল মালভিয়া নিজেরই মৃত্যুর ভবিষ্যদ্বাণী করে হইচই ফেলে দিয়েছিলেন। কিন্তু তাঁর ওই ভবিষ্যদ্বাণী ফলে নি।তার প্রায় ১৪ বছর পর গত শুক্রবার রাতে মৃত্যু হল কুঞ্জিলালের।
বেতুল: সময়টা ২০০৫। স্বঘোষিত ভবিষ্যত বক্তা মধ্যপ্রদেশের কুঞ্জিলাল মালভিয়া নিজেরই মৃত্যুর ভবিষ্যদ্বাণী করে হইচই ফেলে দিয়েছিলেন। কিন্তু তাঁর ওই ভবিষ্যদ্বাণী ফলেনি।তার প্রায় ১৪ বছর পর গত শুক্রবার রাতে মৃত্যু হল কুঞ্জিলালের। ২০১০-এ আমির খানের সিনেমা পিপলি লাইভ-এর লভ্যাংশেরও ভাগ দাবি করেছিলেন কুঞ্জিলাল। তাঁর দাবি ছিল, ওই সিনেমায় একটি চরিত্রের সঙ্গে তাঁর জীবন কাহিনীর মিল রয়েছে।
গত শুক্রবার রাতে মৃত্যু হল ৮৮ বছরের কুঞ্জিলালের। শনিবার সেহরাতে তাঁকে সমাধিস্থ করা হয়েছে বলে রবিবার জানিয়েছেন তাঁর ভাইপো প্রেমনারায়ণ।
২০০৫-র ২০ অক্টোবর তাঁর মৃত্যু হবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রেমনারায়ণ। তাঁর এই ঘোষণা নজর কেড়ে নিয়েছিল সংবাদমাধ্যমেরও।পুরো ইভেন্ট তুলে ধরতে বেশ কয়েকটি নিউজ চ্যানেল পৌঁছেও গিয়েছিল বেতুল থেকে ২৫ কিমি দূরের সেহরা গ্রামে। ওই ঘটনা অবলম্বনেই আমিরের পিপলি লাইভ সিনেমা তৈরি হয়েছিল,এই দাবি করে তিনি লভ্যাংশ দাবি করেছিলেন।
ছক কেটে তিনি ভবিষ্যদ্বাণী করতেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement