BABRI DEMOLITION CASE VERDICT LIVE UPDATES: ৩২ জন অভিযুক্তই বেকসুর খালাস, 'উচ্চতর আদালতে যাব', বলল মুসলিম পার্সোনাল ল বোর্ড
২৮ বছর পর বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করবে সিবিআইয়ের বিশেষ আদালত
LIVE
Background
নয়াদিল্লি: আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়। ২৮ বছর পর, আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করবে সিবিআইয়ের বিশেষ আদালত।
হাইপ্রোফাইল এই মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলীমনোহর জোশী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী উমা ভারতী, বিজেপি নেতা বিনয় কাটিয়ার, বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহ সহ ৪৯ জনের নাম। তবে বিচার চলাকালীন মৃত্যু হয়েছে ১৭ জনের। অর্থাৎ বর্তমানে ৩২ জন অভিযুক্ত জীবিত রয়েছেন।
আজ আডবাণী সহ সব অভিযুক্তকেই আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও, সূত্রের খবর, করোনা পরিস্থিতি ও স্বাস্থ্যজনিত সমস্যা থাকায় এদিন অনেক হাই-প্রোফাইল অভিযুক্ত উপস্থিত থাকবেন না। জানা গিয়েছে, আডবাণী বা জোশী-- কেউই আদালতে উপস্থিত থাকবেন না। প্রথমজনের বয়স ৯২, দ্বিতীয়জনের ৮৬। তাঁরা অব্যাহতি চেয়েছেন।
অন্যদিকে আরেক অভিযুক্ত উমা ভারতী করোনায় আক্রান্ত হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাই তিনিও থাকতে পারবেন না। কল্যাণ সিংহ করোনা থেকে আরোগ্যলাভ করছেন। তিনিও আইসোলেশনে রয়েছেন। একইভাবে, আইসোলেশনে রয়েছেন রামমন্দির ট্রাস্টের প্রধান মহন্ত নিত্যগোপাল দাস।
বিচার চলাকালীন যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা হলেন-- শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে, বিশ্বহিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি অশোক সিঙ্ঘল, বিশ্বহিন্দু পরিষদের প্রাক্তন সহ সভাপতি আচার্য গিরিরাজ কিশোর, বিশ্বহিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি বিষ্ণু হরি ডালমিয়া, প্রাক্তন বিজেপি সাংসদ ও যোগী আদিত্যনাথের গুরু মহন্ত অবৈদ্যনাথ, ফৈজাবাদ হিন্দু মহাসভার প্রাক্তন নগর সভাপতি মহন্ত পরমহংস দাস ও প্রাক্তন বিজেপি সাংসদ বিজয়রাজে সিন্ধিয়া।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর করসেবকদের হাতে ধ্বংস হয়ে যায় অযোধ্যার বাবরি মসজিদ। সেই ঘটনায় দু’টি অভিযোগ দায়ের হয়। একটি বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ, অপরটি প্ররোচনার।
২০১৭ সালের ১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট দু’টি মামলা জুড়ে দেয়। শুনানির জন্য লখনউতে এক বিশেষ আদালত গঠন করা হয়। বিচার চলাকালীন মোট ৩৫৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
এবছরের ২৩ জুলাই ভিডিও কনফারেন্সে সিবিআইয়ের বিশেষ আদালতে মুরলীমনোহর জোশীর বয়ান রেকর্ড করা হয়। পরদিন লালকৃষ্ণ আডবাণীর বয়ানও রেকর্ড করা হয়। দু’জনই বাবরি ধ্বংসের দিন অযোধ্যায় উপস্থিত ছিলেন। আদালতে বয়ান দিতে গিয়ে অবশ্য তাঁরা নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন।