এক্সপ্লোর
বিলকিস বানো মামলা: ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, চাকরি ও বাসস্থান দিতে গুজরাত সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের
এই মামলায় দোষী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চকে জানিয়েছে গুজরাত সরকার। এই বেঞ্চে প্রধান বিচারপতি ছাড়াও রয়েছেন বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সঞ্জীব খন্না।

নয়াদিল্লি: ২০০২-এ গুজরাতে হিংসার সময় গণধর্ষণের শিকার বিলকিস বানোকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, একটি চাকরি ও বাসস্থান দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই মামলায় দোষী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চকে জানিয়েছে গুজরাত সরকার। এই বেঞ্চে প্রধান বিচারপতি ছাড়াও রয়েছেন বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সঞ্জীব খন্না। গুজরাত সরকারের কৌসুঁলি বেঞ্চকে জানিয়েছেন, ওই পুলিশ আধিকারিকদের পেনশন সংক্রান্ত সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। আর যে আইপিএস অফিসার বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত হয়েছিলেন, তাঁর দুই ধাপ পদাবনতি ঘটানো হয়েছে। এর আগে বানো পাঁচ লক্ষ টাকা গ্রহণের প্রস্তাব খারিজ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের কাছ থেকে দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণের আর্জি জানিয়েছিলেন। এর আগে সুপ্রিম কোর্ট এই মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত আইপিএস আধিকারিক সহ অন্য পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে দুই সপ্তাহের মধ্যে শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা গ্রহণের জন্য গুজরাত সরকারকে নির্দেশ দিয়েছিল। ২০০৮-এর ২১ জানুয়ারি একটি বিশেষ আদালত বানোকে ধর্ষণ ও তাঁর পরিবারের সাতজনকে খুনের জন্য ১১ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। অন্যদিকে, ওই পুলিশ আধিকারিক ও চিকিত্সকরা সহ সাত জনকে বেকসুর খালাস দিয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















