এক্সপ্লোর
বিজেপি তেলঙ্গানায় ক্ষমতায় এলে হায়দারাবাদের নাম বদলের উদ্যোগ, জানালেন দলীয় নেতা

হায়দরাবাদ: এবার কি নাম বদলে যাবে হায়দারাবাদের? তেলঙ্গানায় বিধানসভা ভোটে জিতে বিজেপি ক্ষমতায় এলে তেমনটাই হওয়ার ইঙ্গিত দিলেন দলের নেতা রাজা সিংহ। ৭ ডিসেম্বরের নির্বাচনের পর তেলঙ্গানায় বিজেপি সরকার হলে নামী মানুষদের নামে হায়দরাবাদ ও অন্যান্য শহরের নতুন করে নামকরণের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।
রাজা সদ্য ভেঙে দেওয়া বিধানসভার সদস্য। আজ তিনি বলেন, তেলঙ্গানায় বিজেপি সরকার গড়লে আমাদের প্রথম অগ্রাধিকার হবে উন্নয়ন, দ্বিতীয় গুরুত্ব পাবে নামবদল। যাঁরা তেলঙ্গানা ,দেশের হয়ে কাজ করেছেন, সঠিক রাস্তায় চলেছেন, অবশ্যই তাঁদের নামে শহরগুলির নাম রাখা উচিত। ষোড়শ শতকে শাসন ক্ষমতায় থাকা কুতব সহিস ভাগ্যনগর নাম বাদ দিয়ে হায়দরাবাদ করেছিলেন বলে দাবি করেন রাজা। সেকেন্দ্রাবাদ, করিমনগর সহ অন্য অনেক জায়গার নামও বদল করা হয় বলে অভিযোগ করেন তিনি।
বিজেপি সভাপতি অমিত শাহ ‘মুসলিম-মুক্ত’ ভারত চান, এআইএমআইএম সভাপতি আসাসুদ্দিন ওয়েইসির গতকালের এহেন অভিযোগও খন্ডন করেন রাজা। বলেন, যে আসাদুদ্দিন তেলঙ্গানার বিরুদ্ধে প্রায়ই কথা বলেন, তাঁকে বিশ্বাস করা উচিত নয় মুসলিমদের। প্রসঙ্গত, ওয়েইসি হায়দরাবাদের এমপি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















