এক্সপ্লোর
Advertisement
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর জেরে ৩ জেলায় ৭ মৃত্যু, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী কথা, সমস্তরকম সাহায্যের আশ্বাস মোদির
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ জেরে তিন জেলায় মৃত্যু হল সাতজনের। ঝড়ের দাপট কলকাতাতেও। বিভিন্ন জায়গায় গাছ ভেঙে বিপত্তি। তপসিয়ায় গাছ ভেঙে পড়ে জখম হয়েছেন বৃদ্ধা।
কলকাতা: শুক্রবার রাত থেকেই আকাশ জানান দিচ্ছিল বুলবুলের আগমন বার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। অবশেষে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’। বহু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সত্ত্বেও ঘূর্ণিঝড়ের জেরে তিন জেলায় মৃত্যু হল সাতজনের।
প্রবল ঝড়ের সময় পাশের বাড়িতে আশ্রয় নিতে যাচ্ছিলেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবার লাহিড়িপুরের বাসিন্দা কমলা মণ্ডল। অভিযোগ, প্রবল হাওড়ায় রাস্তাতেই পড়ে যান তিনি। রবিবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
বিধ্বংসী বুলবুলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুরে। সেই জেলারই ভেটুরিয়া গ্রামে রাতে স্বামী ও দুই সন্তানের সঙ্গে ঘুমোচ্ছিলেন বছর ছাব্বিশের সুজাতা দাস। হঠাত্ই বাড়ির ওপর একটি গাছ ভেঙে পড়ে মৃত্যু হয় সুজাতার। যদিও পরিবারের বাকিদের বাঁচানো সম্ভব হয়েছে।
ঝড়ের সময় বাড়িতেই ছিলেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের শশীনা গ্রামের বাসিন্দা রেবা বিশ্বাস। হঠাৎই বাড়ির ওপরে ভেঙে পড়ে গাছ। আর তাতেই মৃত্যু হয় বছর ৪৬-এর এই মহিলার।
হিঙ্গলগঞ্জের মালেকানঘুমটি গ্রামে প্রবল বৃষ্টিতে মাটির বাড়ি ধসে গিয়ে মৃত্যু হয় বছর পঁয়ষট্টির সুচিত্রা মণ্ডলের। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মধ্যম পশ্চিমপাড়া গ্রামেও। ঝড়ের তাণ্ডবে এলাকায় হেলে পড়ছিলে বিদ্যুতের একটি খুঁটি। রবিবার সকালে বাড়ি থেকে বের হন স্থানীয় বাসিন্দা মইদুল গাজি। হেলে যাওয়া সেই বিদ্যুতের খুঁটিটি তাঁর উপর ভেঙে পড়ে।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। হিঙ্গলগঞ্জের ছোট সাহেবখালি গ্রামে গাছে চাপা পড়ে ৬০ বছরের প্রকৃতি মৃধা এবং সন্দেশখালির কর্ণখালিতে বিদেশি সরকার নামে ৫৬ বছরের এক প্রৌঢ়ের মৃত্যু হয়।
জেলার পাশাপাশি কলকাতাতেও দাপট দেখিয়েছে বুলবুল। শনিবার রাতে ঝোড়ো হাওয়ায় তপসিয়ায় গাছ ভেঙে আহত বৃদ্ধা। বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও পুরকর্মীরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ইএম বাইপাসের ধারে আনন্দপুর থানা এলাকায় ফর্টিস হাসপাতালের সামনে একটি ট্যাক্সির ওপর ভেঙে পড়ে গাছ। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও, কেউ হতাহত হয়নি। শনিবার রাতে নারকেলডাঙা থানার সামনে রাস্তার ওপর গাছ পড়ে বন্ধ হয়ে যায় নারকেলডাঙা মেন রোড। ব্যাহত হয় যান চলাচল। গুরুদাস কলেজের কাছে বেলেঘাটার সুরেন সরকার রোডে গাছ ভেঙে পড়ে ব্যাহত হয় যান চলাচল। কাঁকুড়গাছি থেকে উল্টোডাঙা যাওয়ার পথেও রাস্তার ওপর উপড়ে পড়ে গাছ। ভেঙে যায় রাস্তার ধারের রেলিং। ক্ষতিগ্রস্ত ফুটপাথ। হেলে পড়ে বাতিস্তম্ভ। সাদার্ন অ্যাভিনিউয়ের একাধিক জায়গায় ভেঙে পড়ে গাছ। বিবেকানন্দ পার্কের উল্টোদিকে দাঁড়িয়ে থাকা একটি বাসের উপর ভেঙে পড়ে একটি গাছ। তবে হতাহতের খবর নেই। কালীঘাট রোড এলাকায় রাস্তার ওপর ভেঙে পড়ে একটি গাছ। কালীঘাট থেকে চেতলা যাওয়ার একটি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। অন্যদিকে সল্টলেকের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় রাস্তা। কোথাও আবার বিপজ্জনকভাবে ঝুলে থাকে গাছের ডাল।ভিআইপি রোডের কৈখালি এলাকায় ঝড়ের দাপটে ভেঙে পড়ে হোর্ডিং। এর জেরে রবিবার সকালে বেশ খানিকক্ষণ বন্ধ থাকে এয়ারপোর্টগামী যান চলাচল। বৃষ্টির জেরে জল জমে যায় কৈখালি থেকে বাগুইআটি যাওয়ার রাস্তায়। টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে হেস্টিং এলাকা। জল জমে যায় খিদিরপুরের বিভিন্ন রাস্তাতেও।
তাছাড়া আমন ধান ঘরে তোলার সময় প্রাকৃতিক দুর্যোগ-বৃষ্টিতে জমিতে জল জমে পচে গিয়েছে ধানের গোড়া। সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর সহ বিস্তীর্ণ অংশে ধানচাষে ব্যাপক ক্ষতি। ক্ষতির মুখে আমতা, বাগনান, শ্যামপুর এলাকার ধান ও সবজি চাষবাস। দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্থ পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। নদিয়ার রানাঘাট ২ নম্বর ব্লকের ধানতলা, পাঁচবেড়িয়া, চাকদহ, মদনপুর, হরিণঘাটা সহ একাধিক জায়গাতেও চাষের ক্ষতি।
বুলবুলের দাপটে নামখানায় ভেঙে পড়েছে দুটি জেটি। তার মধ্যে একটি নির্মীয়মাণ। আরেকটি জেটিতে ভেসেল বাঁধা ছিল। ক্ষতিগ্রস্ত হয়েছে নামখানা স্টেশনও। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের গেঁওখালি ফেরিঘাট। বন্ধ রয়েছে ফেরি চলাচল।
বুলবুলের প্রভাবে ব্যাহত ট্রেন চলাচলও। উত্তর ২৪ পরগনার বিরাটি স্টেশনে আপ লাইনে গাছ ভেঙে পড়ায় ঘণ্টাখানেক ব্যাহত হয় ট্রেন চলাচল।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর মোকাবিলায় তৎপরতার সঙ্গে কাজ করায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে অভিনন্দন বার্তা দিয়েছেন রাজ্যপাল। জগদীপ ধনকড়ের ট্যুইট, ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর মোকাবিলায় আগাম সতর্ক ছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ৩৫টি দল উদ্ধারকাজ চালিয়েছে। এর জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিরেক্টর জেনারেল এস এন প্রধানকে অভিনন্দন।
@MamataOfficial.#BulBulCyclone. Adverse impact has been contained-thanks to Hon’ble CM leading from the front and there being synergy between State and Central agencies. Appeal to NGOs to particularly come forward and render rehabilitation assistance to the needy.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) November 10, 2019
অন্যদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ট্যুইটে লেখেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। কেন্দ্রের তরফে সবরকম সাহায্য করা হবে। সকলে সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।
Reviewed the situation in the wake of cyclone conditions and heavy rain in parts of Eastern India.
Spoke to WB CM @MamataOfficial regarding the situation arising due to Cyclone Bulbul. Assured all possible assistance from the Centre. I pray for everyone’s safety and well-being.
— Narendra Modi (@narendramodi) November 10, 2019
আপাতত বাংলাদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ । ক্রমশ শক্তি হারিয়ে তা ঘূর্ণিঝড় ও পরে গভীর নিম্নচাপে পরিণত হবে। তার জেরে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে দমকা হাওয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement