এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
CAA: পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে কার্যকর হচ্ছে না সিএএ, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক
Home Ministry on CAA: মোদি সরকার জানিয়েছে, সিএএ কার্যকর করার সময়সীমা বাড়ানো হয়েছে।
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে কার্যকর হচ্ছে না সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। মোদি সরকার জানিয়েছে, সিএএ কার্যকর করার সময়সীমা বাড়ানো হয়েছে। লোকসভা এবং রাজ্যসভার কমিটি সিএএ কার্যকর করার সময়সীমা ৯ এপ্রিল থেকে ৯ জুলাই অবধি বাড়িয়েছে। কংগ্রেসের লোকসভার সাংসদ ভি কে শ্রীকন্দনের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, গতবছর জানুয়ারিতেই সিএএ আইনে পরিণত হয়েছে। সেই সংক্রান্ত বিধি তৈরি করা হচ্ছে।
মঙ্গলবার লোকসভায় লিখিত জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইন, ২০১৯-এর বিধি তৈরি করা হচ্ছে। লোকসভা ও রাজ্যসভার আইন বিষয়ক কমিটি সিএএ সংক্রান্ত বিধি তৈরির জন্য ৯ এপ্রিল থেকে সময়সীমা বাড়িয়ে ৯ জুলাই করার বিষয়ে সম্মতি জানিয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, দেশজুড়ে এনআরসি কার্যকর হবে কি না, বা হলে কবে হবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে এদেশে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের যে সমস্ত ধর্মীয় সংখ্যালঘু ব্যক্তি ভারতে আশ্রয় নিয়েছেন, তাঁদের অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে না এবং ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। ২০১৯-এর ডিসেম্বরে সংসদে এই আইন পাশ হয়। এরপরেই দেশজুড়ে বিক্ষোভ শুরু করে বিভিন্ন সংগঠন। করোনা আবহে বিক্ষোভ থেমে গেলেও, এখনও কার্যকর হয়নি সিএএ।
পশ্চিমবঙ্গের মতুয়ারা অবিলম্বে সিএএ কার্যকরের দাবি জানিয়েছেন। সিএএ কার্যকর না হওয়া নিয়ে প্রকাশ্যে ক্ষোভপ্রকাশ করেছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে সিএএ কার্যকর হওয়ার কোনও সম্ভাবনা না থাকায় নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
দিল্লিতে বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এবারের বাংলা সফরের কর্মসূচি বাতিল হয়েছে। ভোটমুখী বাংলায় ঠাকুরনগরেও আসার কথা ছিল বিজেপির প্রাক্তন সভাপতির। মঞ্চও প্রস্তুত ছিল। নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়েছিলেন মতুয়ারা। কিন্তু দিল্লিতে বিস্ফোরণের জেরে অমিত শাহর রাজ্য সফর বাতিল হতেই ভেস্তে যায় উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়াদের সভা। যার জেরে ক্ষোভে ফেটে পড়েন মতুয়াদের একাংশ। মতুয়াদের সভায় নাগরিকত্ব আইন নিয়ে কী বলবেন অমিত শাহ? এটাই ছিল সবচেয়ে বড় আকর্ষণ, কিন্তু সভা বাতিল হওয়ায় দূর-দূরান্ত থেকে আসা মতুয়ারা এদিন ক্ষোভে ফেটে পড়েন, ঠাকুরবাড়ির সামনে বিক্ষোভও দেখান তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement