Bangladesh News Live: বিদ্বেষের বিষ! চট্টগ্রামে ইউনূস সরকার আয়োজিত সম্প্রীতি সমাবেশে হেনস্থার অভিযোগ
West Bengal News Live Updates: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে চোখ রাখুন এবিপি আনন্দ চ্যানেল ও এবিপি লাইভে...
LIVE
Background
কলকাতা: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে
১। অসম থেকে ফের গ্রেফতার জঙ্গি। কোকড়াঝাড় থেকে জালে আনসারুল্লা বাংলা টিমের সদস্য গাজি রহমান। অপারেশন প্রঘাতে এই নিয়ে গ্রেফতার ১২ জন জঙ্গি।
২। ধৃত পাসপোর্ট জালিয়াতির কিংপিনকে নিয়ে নতুন তথ্য। আগেও জাল নথি মামলায় গয়েশপুর খানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল মনোজ। পরে জামিনে ছাড়া পেলেও, ছিল না নজরদারি।
৩। সন্দেশখালিকাণ্ডের ১ বছর পর শেখ শাহজাহানের এলাকায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান শুরু। সভা শুরুর আগেই এলাকায় তুমুল ভিড়।
সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী
৪। ইডির ওপর হামলা থেকে শেখ শাহজাহানের গ্রেফতারি, মহিলাদের আন্দোলন।প্রায় ১ বছর পর সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী। আসার আগেই তৃণমূলে আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টারের। আন্দোলনের মুখ তৃণমূলে!
৫। রাতের কলকাতায় দুষ্কৃতী তাণ্ডব। হরিদেবপুরে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন গণ্ডগোল, মারপিট।
আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাড়া। ১ জন আটক। এলাকায় আতঙ্ক। হরিদেবপুরে দুষ্কৃতী তাণ্ডব
৬। চার্জগঠনের আগেই অসুস্থ সুজয়কৃষ্ণ, জানালেন আইনজীবী, ভর্তি এসএসকেএমে। আদালতে কালীঘাটের কাকু না থাকায় চার্জগঠন হল না। চাওয়া হল মেডিক্যাল রিপোর্ট। দোসরা জানুয়ারি পরের শুনানি। 'অসুস্থ' সুজয়কৃষ্ণ, হল না চার্জগঠন
৭। কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন বাতিলের দাবিতে আদালতের দ্বারস্থ হল বিজেপি। ভোটে ব্যাপক ছাপ্পা, রিগিং ও সন্ত্রাসের অভিযোগ ৫১ জন বিজেপি সমর্থিত প্রার্থীর। ফুটেজ-নথি সংরক্ষণের নির্দেশ আদালতের। ভোট বাতিলের দাবিতে হাইকোর্টে
৮। লুকোচুরি শেষ। অবশেষে বন্দি বাঘিনী। বাঁকুড়ার গোসাই ডিঁহির জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে কাবু জিনত। রাতেই আনা হল আলিপুর জু হাসপাতালে। বাগে এল বাঘিনী
ISRO News Live: পৃথিবীর কক্ষপথে ঘূর্ণায়মাণ দু’টি কৃত্রিম উপগ্রহকে জুড়ে একটি মহাকাশযান তৈরি করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা
পৃথিবীর কক্ষপথে ঘূর্ণায়মাণ দু’টি কৃত্রিম উপগ্রহকে জুড়ে একটি মহাকাশযান তৈরি করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর এই পরীক্ষার পোশাকি নাম ‘স্পেস ডকিং এক্সপেরিমেন্ট মিশন’ বা সংক্ষেপে স্পাডেক্স। সোমবার তার চূড়ান্ত পর্ব শুরু হল। মহাকাশ বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর কক্ষপথে বুলেটের চেয়ে ১০ গুণ গতিতে ঘুরে চলা দু’টি কৃত্রিম উপগ্রহকে জুড়ে একটি মহাকাশযান তৈরি করা যেমন কঠিন, তেমনই চ্যালেঞ্জিং। বর্তমানে কেবলমাত্র আমেরিকা, রাশিয়া এবং চিনের মহাকাশ গবেষণা সংস্থার কাছে রয়েছে এই প্রযুক্তি। ৩০ ডিসেম্বরের মিশনে সফল হলে চতুর্থ দেশ হিসাবে এই ক্লাবে যোগ দেবে ভারত।
ISL News Live: ১১ জানুয়ারি যুবভারতীতে ISL ডার্বি ঘিরে অনিশ্চয়তা
১১ জানুয়ারি যুবভারতীতে ISL ডার্বি ঘিরে অনিশ্চয়তা। 'গঙ্গাসাগর মেলার জন্য ডার্বিতে পুলিশের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়'
জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে আগেই আয়োজক মোহনবাগানকে চিঠি বিধাননগর পুলিশের।
Santosh Trophy Live News: মঙ্গলবার সন্তোষ ট্রফির ফাইনালে নামছে বাংলা
আগামীকাল, মঙ্গলবার সন্তোষ ট্রফির ফাইনালে নামছে বাংলা। ৩৩ বার সন্তোষ ট্রফি (Santosh Trophy) জয়ের লক্ষ্যে সংঘবদ্ধ বাংলার প্রত্যেক ফুটবলার। কোচ সঞ্জয় সেনের প্রশিক্ষণে বাংলা দল ফাইনালের আগের দিন, সোমবার কঠোর অনুশীলন সারলেন। প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না বাংলা শিবির।
Year Ender 2024 Live Update: আর জি কর কাণ্ডে প্রতিবাদে পথে নামা শিল্পীদের বয়কটের ডাক দিয়ে পোস্ট করলেন কুণাল
আর জি কর কাণ্ডে প্রতিবাদে পথে নামা শিল্পীদের বয়কটের ডাক দিয়ে পোস্ট করলেন কুণাল ঘোষ। আর তারপরই
মন্ত্রী থেকে তৃণমূল কাউন্সিলরের আয়োজিত অনুষ্ঠানে ডাক পেয়েও পরে বদলে গেল শিল্পীর মুখ। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও এ অভিযোগ মানতে নারাজ তৃণমূলের কাউন্সিলর থেকে মন্ত্রী।
Bangladesh News Live: চাপের মুখে মামলা প্রত্যাহার
চাপের মুখে মামলা প্রত্যাহার। বাংলাদেশ থেকে ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ফেরত পাঠাচ্ছে ইউনূস সরকার। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক জলসীমানা পেরিয়ে সুন্দরবনের ওই মৎস্যজীবীরা বাংলাদেশে ঢুকে পড়ে বলে অভিযোগ ওঠে। তাদের গ্রেফতার করে বাংলাদেশ নৌবাহিনী।