এক্সপ্লোর
Advertisement
দেশ-বিরোধী পোস্ট, ভিডিও, মেসেজ ছড়িয়ে দেওয়ার অভিযোগ, হায়দরাবাদে টিকটক, হোয়াটসঅ্যাপ, ট্যুইটারের বিরুদ্ধে মামলা
হায়দরাবাদ সেন্ট্রাল ক্রাইম স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন, ২০০০ সালের তথ্য-প্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
হায়দরাবাদ: দেশ-বিরোধী মেসেজ, ভিডিও, পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ট্যুইটার, হোয়াটসঅ্যাপ, টিকটকের বিরুদ্ধে মামলা দায়ের করল হায়দরাবাদ পুলিশের সাইবার অপরাধ শাখা। হায়দরাবাদ সেন্ট্রাল ক্রাইম স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন, ‘২০০০ সালের তথ্য-প্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। দু’দিনের মধ্যেই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির ম্যানেজমেন্টকে নোটিস পাঠানো হবে।’
ওই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, ‘হায়দরাবাদের সাংবাদিক ও সমাজকর্মী সিলভেরি শ্রীসাইলাম আদালতে অভিযোগ করেন, পাকিস্তানের কিছু স্বার্থান্বেষী ব্যক্তি নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে টিকটক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ভারত-বিরোধী ভিডিও, মেসেজ ছড়িয়ে দিচ্ছে। ইংরাজি, উর্দু, আরবী, তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় এই ধরনের আপত্তিকর পোস্ট ও ভিডিও ভাইরাল। নিজের অভিযোগের স্বপক্ষে আদালতে প্রমাণও পেশ করেন সিলভেরি। তাঁর অভিযোগের ভিত্তিতে এ মাসের ১৮ তারিখ এফআইআর করার নির্দেশ দেয় আদালত।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement