(Source: ECI/ABP News/ABP Majha)
Cattle Smuggling Case: গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রর বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট
Cattle smuggling case: আইপিএস অফিসার অংশুমান সাহাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
প্রকাশ সিনহা, কলকাতা: গরু পাচারকাণ্ডে ফেরার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর বিরুদ্ধে ওপেন ওয়ারেন্ট ইস্যু করল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। এর ফলে বিনয়ের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির পথে এগোল সিবিআই। এই মামলায় আইপিএস অফিসার অংশুমান সাহাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গরু পাচারকাণ্ডের তদন্তে রীতিমতো আটঘাট বেঁধে এগোচ্ছে সিবিআই। ফেরার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির প্রক্রিয়া শুরু করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সেই লক্ষ্যে আসানসোলের বিশেষ সিবিআই আদালত থেকে বিনয়ের বিরুদ্ধে ইস্যু করা হল ওপেন ওয়ারেন্ট। পাশাপাশি, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল আইপিএস অফিসার অংশুমান সাহাকে। এর আগে বিনয়ের একাধিক বাড়িতে তল্লাশি চলিয়েছে সিবিআই, ইডি ও আয়কর দফতর। কিন্তু কোনও কেন্দ্রীয় সংস্থাই তাঁর হদিশ পায়নি। সিবিআই সূত্রে খবর, বিনয় সম্ভবত বিদেশে গা ঢাকা দিয়ে রয়েছেন। বিদেশের মাটিতে তাঁকে গ্রেফতার করতে গেলে রেড কর্নার নোটিস জারি করা প্রয়োজন। ইন্টারপোল জারি করবে সেই রেড কর্নার নোটিস।
তার জন্য বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত থেকে বিনয়ের বিরুদ্ধে জারি করা হল ওপেন ওয়ারেন্ট। সিবিআই সূত্রে খবর, ওপেন ওয়ারেন্ট পাঠানো হবে ইন্টারপোলকে। তার ভিত্তিতেই জারি হবে রেড কর্নার নোটিস। রেড কর্নার নোটিস জারি হলে বিনয়কে গ্রেফতারের পথে এগোতে পারবে সিবিআই। অন্যদিকে, গরু পাচারকাণ্ডের তদন্তেই তলব করা হয়েছে আইপিএস অফিসার অংশুমান সাহাকে। তিনি এক সময় মুর্শিদাবাদের অ্যাডিশনাল এসপি ছিলেন।
সূত্রে খবর, আগামী ৮ মার্চ তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে। এই নিয়ে অংশুমানকে দ্বিতীয়বার নোটিস পাঠাল সিবিআই।