এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
CBSE 2021 Exam Full Datesheet: সিবিএসই দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা: সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করল বোর্ড
CBSE Exam 2021 Datesheet, Full List of CBSE class 10th, 12th Exam Dates: সিবিএসই-র দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা ২০২১-র ১ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত হতে পারে।
নয়াদিল্লি: কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) ২০২০-২১ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন ঘোষণা করল। যে পরীক্ষার্থীরা এ বছর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অবতীর্ণ হবেন, তাঁরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দিণক্ষণ দেখে নিতে পারবেন। সিবিএসই-র দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা ২০২১-র ১ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত হতে পারে। সিবিএসই জানিয়েছে, এটি সম্ভাব্য দিনক্ষণ। নির্দিষ্ট দিনক্ষণ পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
পরীক্ষা পরিচালনার জন্য বোর্ড এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর) জারি করেছে।
• বোর্ড বলেছে, বিভিন্ন স্কুলকে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য ভিন্ন ভিন্ন দিনক্ষণ পাঠানো হবে।
• বোর্ডের পক্ষ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রোজেক্ট মূল্যায়ণের জন্য পর্যবেক্ষকদের নিযুক্ত করা হবে।
• আগেকার বছরগুলির মতোই প্র্যাকটিক্যাল পরীক্ষায় থাকবেন ইন্টারন্যাল ও এক্সটারন্যাল এগজামিনাররা।
• সিবিএসই বোর্ড কর্তৃক নিযুক্ত এক্সটারন্যাল এগজামিনারদের দিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা করানোর দায়িত্ব হবে স্কুলগুলির।
• পর্যালোচনা শেষের পর স্কুলগুলিকে বোর্ড কর্তৃক প্রদত্ত লিঙ্কে নম্বর আপলোড করতে হবে।
• সংশ্লিষ্ট স্কুলগুলিতে প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রোজেক্ট ইভ্যালুয়েশেনের কাজ হবে। অ্যাপে প্র্যাকটিক্যাল পরীক্ষার ছবি দিতে হবে স্কুলগুলিকে
সমস্ত স্কুলগুলিকে একটি অ্যাপলিঙ্ক দেওয়া হবে, যাতে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় পড়ুয়াদের প্রত্যেক ব্যাচের গ্রুপ ফটো আপলোড করতে হবে। গ্রুর ছবিতে পরীক্ষায় সামিল পড়ুয়াদের ব্যাচের পাশাপাশি ইন্টারন্যাল ও এক্সটারন্যাল এগজামিনার ও অবজারভারদের ছবি থাকতে হবে। প্রত্যের মুখ যেন স্পষ্ট থাকে।
সিবিএসই সেক্রেটারি অনুরাগ ত্রিপাঠি বলেছেন, দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার নির্ঘন্ট শীঘ্রই ঘোষণা করা হবে। সিবিএসই তা নিয়ে পরিকল্পনা করেছ এবং কীভাবে পরীক্ষার মূল্যায়ণ হবে, তা খুব শীঘ্রই জানানো হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফ্যাক্ট চেক
জেলার
খবর
Advertisement