এক্সপ্লোর
পেট্রোল-ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি ২ টাকা, সোনার আমদানি শুল্কও বাড়ল
ব্যাঙ্ক থেকে বছরে ১ কোটি টাকা নগদ তুললে টিডিএস (ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স) লাগবে ২ শতাংশ
![পেট্রোল-ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি ২ টাকা, সোনার আমদানি শুল্কও বাড়ল Cess on petrol, diesel hiked by Re 1 per litre, customs duty on gold increased পেট্রোল-ডিজেলের দাম বাড়ল লিটার প্রতি ২ টাকা, সোনার আমদানি শুল্কও বাড়ল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/07/05062501/NS.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: শুক্রবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ঘোষণা করলেন, পেট্রোল-ডিজেলে লিটার প্রতি এক টাকা করে বাড়তি শুল্ক যোগ করা হবে। সব মিলিয়ে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ২ টাকা করে বাড়বে। পাশাপাশি সোনায় আমদানি শুল্ক বাড়ানো হল ২.৫ শতাংশ। আগে সোনায় আমদানি শুল্ক ছিল ১০ শতাংশ। সেটাই এবার বেড়ে দাঁড়াল ১২.৫ শতাংশ।
নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় দফায় প্রথম বাজেট ছিল শুক্রবার। দেশের প্রথম পূর্ণ সময়ের জন্য মহিলা অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করলেন সীতারামন। তিনি জানিয়েছেন, ধনীদের করের বোঝা বাড়ছে। ২ থেকে ৫ কোটি টাকা বার্ষিক আয়ে সারচার্জ বাড়ানো হল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ৩ শতাংশ থেকে বেড়ে সারচার্জ করা হল ৭ শতাংশ।
শুক্রবার বাজেট পেশ করার সময় তিনি জানিয়েছেন, প্রত্যক্ষ কর আদায় বেড়েছে। বেড়ে হয়েছে ১১.৩৭ লক্ষ কোটি টাকা। বার্ষিক ৫০ কোটি টাকার বেশি অঙ্কের লেনদেন রয়েছে, এরকম সংস্থায় ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে কোনও মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) লাগবে না। পাশাপাশি ব্যাঙ্ক থেকে বছরে ১ কোটি টাকা নগদ তুললে টিডিএস (ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স) লাগবে ২ শতাংশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)