এক্সপ্লোর
Advertisement
আর্থিক বিপর্যয় থেকে নজর ঘোরানোর চেষ্টাতেই চন্দ্রযান-২! বললেন মমতা
চন্দ্রযান-২ এর চাঁদের বুকে অবতরণের সাক্ষী হতে বেঙ্গালুরুতে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের সদর দপ্তরে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানকার কন্ট্রোল রুমে সরাসরি পুরো পর্বটি তাঁর পাশে বসে দেখবে বিভিন্ন স্কুলের কৃতী পড়ুয়ারা।
কলকাতা: চন্দ্রযান-২ অভিযান নিয়েও ঘুরিয়ে কেন্দ্রের সরকারকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী আজ রাজ্য বিধানসভায় চাঁদে ইসরোর অভিযান সম্পর্কে নাম না করে নরেন্দ্র মোদি সরকারকে কটাক্ষ করে বলেন, এমন করা হচ্ছে যেন দেশে এই প্রথম চন্দ্রযান কর্মসূচি নেওয়া হল। দেখানো হচ্ছে, ওরা ক্ষমতায় আসার আগে কখনও এমন অভিযান হাতে নেওয়া হয়নি। আসলে দেশে এখন যে আর্থিক বিপর্যয় চলছে, তা থেকে নজর ঘোরানোর চেষ্টাতেই চন্দ্রযান-২ নিয়ে প্রচার চলছে। প্রধানমন্ত্রী যেখানে চন্দ্রযান-২ এর মতো বৈজ্ঞানিক উদ্যোগ সম্পর্কে গভীর আগ্রহ দেখাচ্ছেন, তখনই মমতার এহেন প্রতিক্রিয়া।
West Bengal Chief Minister Mamata Banerjee in state Assembly: As if the Chandrayaan launch is the first in the country. As if before they came to power, no such missions were taken up. It is an attempt to divert attention from economic disaster. (File pic) pic.twitter.com/F4SjBA2pwL
— ANI (@ANI) September 6, 2019
শুক্রবার গভীর রাতে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা চন্দ্রযান-২ এর। ২২ জুলাই সূচনা হয় এই কর্মসূচি। এটি থ্রি-মডিউলের মহাকাশযান যাতে রয়েছে একটি অরবিটার, ল্যান্ডার ও রোভার। সব কিছু ঠিকঠাক চললে ইসরোর কর্মসূচি পুরোপুরি সফল হবে। সেই আশাতেই গভীর উতকন্ঠা, কৌতূহল নিয়ে সাগ্ররে প্রহর গুনছে ভারতবাসী, দেশের বিজ্ঞানী মহল। চাঁদের কক্ষে পৌঁছে গোটা অভিযানের প্রায় ৯০ শতাংশ সম্পূর্ণ করে ফেলেছে চন্দ্রাভিযানে যাওয়া দুটি রোবট বিক্রম (ল্যান্ডার) ও প্রজ্ঞান (রোভার)। অরবিটার থেকে আলাদা হওয়ার পর তারা চাঁদে সফট-ল্যান্ডিংয়ের চেষ্টা করবে। ২২ জুলাই থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত অরবিটারের সঙ্গে যু্ক্ত ছিল তারা। গোটা অভিযানের খরচ প্রায় ৯৭৮ কোটি টাকা। ইসরোর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ৭ সেপ্টেম্বর, ২০১৯-এ ভারতীয় সময় রাত ১টা থেকে ২টোর মধ্যে ল্যান্ডারকে নামানোর কথা। বিক্রমের ল্যান্ডার থেকে বেরিয়ে প্রজ্ঞান চাঁদের বুকে নানা পরীক্ষা-নিরীক্ষা চালাবে, বিশেষত সেখানে জল ও অন্যান্য খনিজ পদার্থের অস্তিত্বের ব্যাপারে পরীক্ষা, পর্যবেক্ষণ চালাবে।
ভারত এর আগে চন্দ্রযান-১, মঙ্গলযান অভিযান চালিয়েছে। কিন্তু চন্দ্রযান-২ কে কেন্দ্র করে অভূতপূর্ব প্রচার চলছে। গোটা বিষয়টি নিয়ে দেশব্যাপী এক অভূতপূর্ব উন্মাদনা তৈরি হয়েছে। চন্দ্রযান-২ এর চাঁদের বুকে অবতরণের সাক্ষী হতে বেঙ্গালুরুতে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের সদর দপ্তরে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানকার কন্ট্রোল রুমে সরাসরি পুরো পর্বটি তাঁর পাশে বসে দেখবে বিভিন্ন স্কুলের কৃতী পড়ুয়ারা। মোদি নিজেও দেশবাসীকে এই বিরল ঘটনার সাক্ষী হতে আবেদন করেছেন। বলেছেন, চন্দ্রযান-২ এর চাঁদের দক্ষিণ মেরুতে নামার বিশেষ মুহূর্তগুলি দেখতে সবাইকে আহ্বান করছি। সোস্যাল মিডিয়ায় আপনারা নিজেদের তোলা ছবি শেয়ার করুন। সেগুলির দু-একটা আমিও রিট্যুইট করব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement