Kalighater Kaku : কাল ফের কোর্টে শুনানি । কেমন আছেন কালীঘাটের কাকু ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'সুজয়কৃষ্ণ ভদ্রর হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই' । আলিপুরের BM বিড়লা হাসপাতালের তরফে জানানো হল ED-কে, খবর সূত্রের । হাসপাতাল সূত্রে খবর, জ্ঞান ফিরেছে সুজয়কৃষ্ণর । হাসপাতালে শুয়েই কালীঘাটের কাকু কথা বলেছেন পরিবারের সঙ্গে, খবর সূত্রের । BM বিড়লা হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল ব্রেনের সিটি স্ক্যান করা হয় সুজয়কৃষ্ণর । তাতে কোনও অসুস্থতা ধরা পড়েনি, ED-কে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । এবার 'কালীঘাটের কাকু'র MRI করা দরকার, তার পরিকাঠামো নেই, জানাল হাসপাতাল । সেই জন্য কোনও মাল্টি স্পেশালিটি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হোক, জানিয়েছে BM বিড়লা হাসপাতাল এবার ভেন্টিলেশন থেকেও বের করা হতে পারে সুজয়কৃষ্ণকে, খবর সূত্রের
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কম্বল বিলি ঘিরে মালদায় চূড়ান্ত বিশৃঙ্খলা । কম্বল বিলি আর খিচুড়ি খাওয়া নিয়ে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি । হুড়োহুড়িতে ভেঙে পড়ল ইটের দেওয়াল, ৭জন আহত । হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় দেড় হাজার কম্বল বিলির আয়োজন তৃণমূলের । কম্বল বিলির সময় চূড়ান্ত বিশৃঙ্খলা, হুড়োহুড়িতে ৫ মহিলা-সহ আহত ৭ । ভিড় মোকাবিলায় অব্যবস্থার অভিযোগ, এখনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের