চন্দ্রযান টু-এর ‘বাহুবলী’ নামকরণ, ইসরোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রভাসের
শ্রীহরিকোট থেকে ‘চাঁদের দেশে’ পাড়ি দিল ইসরোর বিশেষ রকেট, যার নাম রাখা হয়েছে দক্ষিণী অভিনেতা প্রভাস অভিনীত ছবি ‘বাহুবলী’-র নামে।
নয়াদিল্লি: অবশেষে সফল হল চন্দ্রযান টু-এর উৎক্ষেপণ। শ্রীহরিকোট থেকে ‘চাঁদের দেশে’ পাড়ি দিল ইসরোর বিশেষ যান, যার নাম রাখা হয়েছে দক্ষিণী অভিনেতা প্রভাস অভিনীত ছবি ‘বাহুবলী’-র নামে। আর এই বিরল সম্মান প্রাপ্তির পর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানালেন ‘মহেন্দ্র বাহুবলী’ ওরফে প্রভাস। ইনস্টাগ্রামে চন্দ্রযান টু-এর একটি ছবি দিয়ে সিনেমা দুনিয়ার মহাতারকা লিখেছেন, “আজ ইসরো-র চন্দ্রযান টু-এর সফল উৎক্ষেপণ হয়েছে। ভারতীয় হিসেবে আমাদের প্রত্যেকের কাছেই এটা গর্বের। একই সঙ্গে এটা বাহুবলী-র গোটা টিমের জন্যও গর্বের। এই রকেট ৩০০ টন ওজন বইতে পারবে, এমন শক্তিশালী চন্দ্রযানের নাম দেওয়া হয়েছে বাহুবলী। ভারত আরও শক্তিশালী হল।”
কথা ছিল গত সপ্তাহেই চন্দ্রাভিযানে যাবে ‘বাহুবলী’। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সেই শুভক্ষণ পিছিয়ে অবশেষে সোমবার, ২২ জুলাই চাঁদের কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করল বিশেষ রকেট। ২০০৮ সালে প্রথম চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছিল চন্দ্রযান ওয়ান। ১১ বছর পর ফের চাঁদে যাচ্ছে কোনও ভারতীয় রকেট। আমেরিকা, রাশিয়া, চীনের পরই ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চন্দ্রাভিযান করছে। ৪৮ দিন পর চাঁদে নামবে এই বিশেষ যান। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার পর সেখানকার পরিবেশ, আবহাওয়া নিয়ে রিপোর্ট দেবে বিজ্ঞানীরা।