এক্সপ্লোর
Gota Siddha : পেট থাকবে ঠান্ডা, ছুঁতে পারবে না রোগভোগ; গোটা সেদ্ধর গুণ জানলে চমকে যাবেন
Nutritional Facts Of Gota Seddho: এই সময়ে ঋতুকালীন বিভিন্ন রোগ দেখা দেয়। যা প্রতিহত করতে সুস্থ থাকা প্রয়োজন।
ফাইল ছবি
1/10

সরস্বতী পুজোর সঙ্গে জড়িয়ে গোটা সেদ্ধ। যা পুজোর পরের দিন শীতল ষষ্ঠীতে খাওয়া হয়। নিয়ম অনুযায়ী, ওই দিন বাড়িতে রান্না হয় না। আগের দিনের করা রান্না শীতল ষষ্ঠীতে খেতে হয়। যা গরম করে নয়, খেতে হয় ঠান্ডা।
2/10

শীতল ষষ্ঠীর নিয়ম অনুযায়ী, এইদিন খেতে হয় গোটা সেদ্ধ ও পান্তা ভাত। গরম খাবার খাওয়া যায় না।সাধারণত পশ্চিমবঙ্গবাসী বা এদেশীয়দের এই রীতি চালু আছে। শীতল ষষ্ঠীতে শিলনোড়ারও পুজো করা হয়ে থাকে অনেক জায়গায়।
Published at : 02 Feb 2025 02:11 PM (IST)
আরও দেখুন






















