এক্সপ্লোর
সীতার স্বয়ম্বর সভার মতো ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে, দাবি কংগ্রেস নেতার

নয়াদিল্লি: রামায়নে সীতা যেভাবে স্বয়ম্বর সভায় স্বামী হিসেবে রামকে বেছে নিয়েছিলেন, সেভাবেই আগামী বিধানসভা নির্বাচনের পর ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রী নির্বাচন করা হবে। এমনই দাবি করলেন কংগ্রেস নেতা টি এস সিংহ দেও। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘রাম যেভাবে ১৪ বছরের বনবাসের পর ফিরে এসেছিলেন, ঠিক সেভাবেই ১৫ বছর পরে ফের ছত্তিসগঢ়ে সরকার গড়বে কংগ্রেস।’ ছত্তিসগঢ়ে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস কাউকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরবে কি না, সেই প্রশ্নের জবাবে এই নেতা বলেছেন, ‘সীতার সঙ্গে বিয়ের আগে রামের স্বয়ম্বর হয়েছিল। দলে অনেকেই আছেন যাঁরা ভাল কাজ করেছেন। তাই আমরা নির্বাচনে জেতার পর স্বয়ম্বর হবে। ২০০৩ সালে রমন সিংহকে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করা হয়নি। উত্তরপ্রদেশের নির্বাচনে যোগী আদিত্যনাথ কোথায় বিজেপি-র মুখ ছিলেন? বিজেপি-র কোনও মুখ ছিল না। ওদেরও স্বয়ম্বর হয়েছিল। এখানেও সেটাই হবে। এটা কোনও গোপন বিষয় নয়। রাম ১৪ বছর পরে ফিরে এসেছিলেন। আমি নিশ্চিত, আমাদেরও এই বনবাস শেষ হবে।’ এই কংগ্রেস নেতা আরও বলেছেন, বসপা সহ যে কোনও আঞ্চলিক দলের সঙ্গে জোট করতে তৈরি কংগ্রেস। সেক্ষেত্রে দু’পক্ষই লাভবান হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















