Chief Justice of India: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে এন ভি রামানার নাম সুপারিশ
Chief Justice of India: ২৩ এপ্রিল অবসর নিচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি এস এ বোবদে।
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে এন ভি রামানার নাম সুপারিশ করলেন বর্তমান প্রধান বিচারপতি এস এ বোবদে। ২৩ এপ্রিল অবসর নিচ্ছেন বোবদে। তার আগে তিনি আইনমন্ত্রককে চিঠি দিয়ে উত্তরসূরী হিসেবে বিচারপতি রামানার নাম সুপারিশ করলেন।
বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরেই সবচেয়ে সিনিয়র বিচারপতি রামানা। ১৯৫৭ সালের ২৭ অগাস্ট তাঁর জন্ম। ২০২২-এর ২৬ অগাস্ট পর্যন্ত তিনি বিচারপতি পদে থাকতে পারবেন। পরের মাসেই বর্তমান প্রধান বিচারপতি অবসর গ্রহণ করবেন। ফলে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। বর্তমান প্রধান বিচারপতিকেই তাঁর উত্তরসূরীর নাম সুপারিশ করতে বলা হয়। প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে এ বিষয়ে তাঁর মতামত জানাতে বলেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সেই অনুযায়ী বিচারপতি রামানার নাম সুপারিশ করলেন প্রধান বিচারপতি।
প্রথা অনুযায়ী, সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। প্রধান বিচারপতি অবসর গ্রহণ করার আগে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তাঁকে কারও নাম সুপারিশ করতে বলেন আইনমন্ত্রী। প্রধান বিচারপতি সুপারিশ করার পর সেই নাম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন আইনমন্ত্রী। এরপর রাষ্ট্রপতিকে পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার পোন্নাভরম গ্রামে জন্ম বিচারপতি রামানার। তিনি বিএসসি বিএল ডিগ্রি অর্জন করার পর ১৯৮৩ সালের ১০ ফেব্রুয়ারি আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেন। অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, সেন্ট্রাল অ্যান্ড অন্ধ্রপ্রদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। দেওয়ানি, ফৌজদারি, সাংবিধানিক, শ্রম, পরিষেবা ও নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেছেন তিনি। তিনি সংবিধান, ফৌজদারি, পরিষেবা, আন্তঃরাজ্য নদী সংক্রান্ত আইন বিষয়ে বিশেষজ্ঞ। ২০০০ সালের ২৭ জুন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন রামানা। তিনি ২০১৩ সালের ১০ মার্চ থেকে ২০১৩ সালের ২০ মে পর্যন্ত অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি হিসেবে কাজ করেন। ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন।