এক্সপ্লোর
Advertisement
কুসংস্কারের বশে সূর্যগ্রহণের সময় কর্ণাটকে তিন বিশেষভাবে সক্ষম শিশুকন্যাকে গলা অবধি মাটিতে পুঁতে রাখলেন বাবা-মা
কালবুর্গির ডেপুটি কমিশনার বি শরৎ জানিয়েছেন, তিনি খবর পেয়েই তহসিলদারকে ঘটনাস্থলে পাঠান।
কালবুর্গি: দশকের শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণের সময় ফের কুসংস্কারের কালো ছায়া দেখা গেল কর্ণাটকে। কালবুর্গি শহরের কাছে তাজসুলতানপুর গ্রামের তিন বিশেষভাবে সক্ষম শিশুকে গলা অবধি মাটিতে পুঁতে রাখলেন বাবা-মা। আজ সকাল আটটা থেকে এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত শিশুগুলিকে মাটিতে পুঁতে রাখা হয়। তাঁদের বাবা-মায়ের আশা, এটা করলেই সন্তান সেরে উঠবে। অন্য একটি সূত্রে খবর, চিঞ্চোলি তালুকের আইনোল্লি গ্রামেও চার বিশেষভাবে সক্ষম শিশুকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে রাখা হয়। একটি শিশুকন্যাকে উদ্ধার করেন মহিলাদের এক সংগঠনের সদস্যরা।
কালবুর্গির ডেপুটি কমিশনার বি শরৎ জানিয়েছেন, তিনি খবর পেয়েই তহসিলদারকে ঘটনাস্থলে পাঠান। শিশুদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের বাবা-মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশকে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সমাজ থেকে এই ধরনের কুপ্রথা দূর করার জন্য সচেতনতামূলক প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement