এক্সপ্লোর
Advertisement
কংগ্রেস ধূর্ত, সেনা বা ক্যাগ, গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানকে অপদস্থ করেছে, রাহুলের অভিযোগের পাল্টা তোপ মোদির
চেন্নাই: কংগ্রেসকে আক্রমণ করে তারা সেনা বা ক্যাগ, যে প্রতিষ্ঠানই হোক, তাকে অপদস্থ করেছে বলে বুধবার অভিযোগ করলেন নরেন্দ্র মোদি। নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তামিলনাড়ু, পন্ডিচেরির বিভিন্ন জেলার বুথ স্তরের বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। আলাপচারিতায় কংগ্রেস জরুরি অবস্থার পর থেকে আরও ধূর্ত হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন মোদি।
রবিবারই কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী মোদি সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন। চেন্নাইয়ে শরিক ডিএমকে আয়োজিত জনসভায় বলেছেন, বিজেপি সরকার মনে করে, শুধুমাত্র একটিমাত্র দর্শনই ভারত শাসন করবে। তিনি সুপ্রিম কোর্ট, রিজার্ভ ব্যাঙ্কের মতো প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস হতে দেবেন না বলেও জানিয়ে দেন তিনি। আজ পাল্টা মোদি নিশানা করলেন কংগ্রেসকে। বলেন, যদি ভেবে থাকেন, ওদের সমস্যা শুধু নির্বাচন কমিশন, ইভিএম নিয়ে, তবে শুনুন। ওরা সেনা, ক্যাগ এবং গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানকে খাটো করেছে। কংগ্রেস সার্জিক্যাল হামলা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। কয়লা কেলেঙ্কারিতে ১.৮৬ লক্ষ কোটি টাকা সরকারি কোষাগারের লোকসান হয়েছে, ক্যাগের এহেন রিপৈার্ট নিয়েও সংশয় জানিয়েছিল তারা। সেদিকেই ইঙ্গিত করেই মোদির এই মন্তব্য।
রাফাল ইস্যুতে কংগ্রেসের তাঁকে লাগাতার আক্রমণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রধান বিরোধী দলটি তো স্রেফ নিজেদের মনোমত হয়নি বলে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় নিয়েও প্রশ্ন তুলেছে। তার আগে ওরা যা চেয়েছিল, আদালতকে ভয় দেখিয়েও তা করাতে না পেরে, আদালত ন্যয়ের পক্ষে থাকায়, ভারতের প্রধান বিচারপতিকে পর্যন্ত ইমপিচ করার চেষ্টা করেছিল।
মোদি দলীয় কর্মীদের সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দলের প্রসার ঘটানোর নির্দেশ দেন। বলেন, আবাসন থেকে স্বাস্থ্য সুরক্ষা, স্যানিটেশন থেকে দক্ষতা, সমাজের প্রতিটি অংশের জন্য প্রকল্প আছে। সেগুলি মানুষের মধ্যে প্রচার করুন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
আন্তর্জাতিক
খবর
Advertisement