এক্সপ্লোর
Advertisement
মার্কিন যুক্তরাষ্ট্রে আটক ভারতীয় পড়ুয়াদের উদ্ধারে ব্যবস্থা নিন, সুষমাকে আর্জি কংগ্রেসের
শ্রীনগর: মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভুয়ো বিশ্ববিদ্যালয়ে নাম নথিভুক্ত করার জেরে আটক হওয়া ভারতীয় পড়ুয়াদের মুক্ত করার আর্জি জানিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে চিঠি দিল কংগ্রেস। এই চিঠিতে কংগ্রেস মুখপাত্র শ্রবণ দাসোজু লিখেছেন, ‘এক মাসেরও বেশি সময় আগে ওই পড়ুয়াদের আটক করা হলেও, তাঁদের আদালতে পেশ করা হয়নি। তাঁদের মুক্তিও দেওয়া হয়নি। আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার আগেই তাঁদের সাজা দেওয়া হচ্ছে।’
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, তেলঙ্গানা রাষ্ট্র সমিতির কার্যনির্বাহী সভাপতি কেটি রামা রাও এবং মার্কিন কনসাল জেনারেল ক্যাথারিন বি হাড্ডাকেও চিঠির প্রতিলিপি দিয়েছেন শ্রবণ। তিনি আরও জানিয়েছেন, আটক পড়ুয়ারা প্রত্যেকেই মধ্যবিত্ত পরিবারের সন্তান। অকারণে তাঁদের চূড়ান্ত হেনস্থা করা হচ্ছে। এমনকী, ভাল খাবারও দেওয়া হচ্ছে না।
গত ৩০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে ১৩০ জন বিদেশি পড়ুয়াকে আটক করা হয়। তাঁদের বেশিরভাগই ভারতীয়। মার্কিন প্রশাসনের অভিযোগ, সেদেশে থাকার জন্যই ভুয়ো বিশ্ববিদ্যালয়ে নাম নথিভুক্ত করেন এই পড়ুয়ারা। বিদেশমন্ত্রক সূত্রে খবর, আটক ভারতীয় পড়ুয়াদের মুক্ত করার চেষ্টা চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিজ্ঞান
জেলার
Advertisement