এক্সপ্লোর
Advertisement
কংগ্রেসের দ্বিতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশ, মোরাদাবাদে রাজ বব্বর, মুম্বই উত্তর-মধ্য কেন্দ্রে প্রিয়া দত্ত, কর্ণাটকেও জেডিএসের সঙ্গে আসন রফা
নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস। এই তালিকায় ১১ জন প্রার্থীর নাম রয়েছে। উত্তরপ্রদেশের মোরাদাবাদ কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন এই রাজ্যের কংগ্রেস সভাপতি রাজ বব্বর। বাহরাইচ থেকে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিজেপি সাংসদ সাবিত্রী ফুলে। নাগপুর থেকে প্রার্থী হচ্ছেন নানা পাটোলে। নির্বাচনে লড়াই করবেন না বলে ঘোষণা করেও, শেষপর্যন্ত মুম্বই উত্তর-মধ্য কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন প্রিয়া দত্ত। দক্ষিণ মুম্বই কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন মিলিন্দ মুরলী দেওরা। সুশীল কুমার শিন্ডে প্রার্থী হচ্ছেন সোলাপুর থেকে।
Congress releases another list of 21 candidates. Nana Patole to contest from Nagpur. Raj Babbar to contest from Moradabad, former BJP MP Savitri Phule to contest from Bahraich(UP). Priya Dutt to contest from Mumbai North-Central. #LokSabhaElections2019 pic.twitter.com/50HUZD2NqW
— ANI (@ANI) March 13, 2019
এরই মধ্যে কর্ণাটকেও জোটসঙ্গী জেডিএসের সঙ্গে কংগ্রেসের আসন রফা চূড়ান্ত হয়ে গিয়েছে। কংগ্রেস ২০টি এবং জেডিএস ৮টি আসনে প্রার্থী দেবে বলে জানা গিয়েছে। গত সপ্তাহে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি। তবে শেষপর্যন্ত আসন রফা হল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement