এক্সপ্লোর
Advertisement
কংগ্রেস ক্ষমতায় এলে নীতি আয়োগ বাতিলের ঘোষণা রাহুলের, প্রতিষ্ঠানগুলিকে হুমকি দিচ্ছেন, পাল্টা বিজেপি
নয়াদিল্লি: এবারের লোকসভা নির্বাচনে জিতে কংগ্রেস ক্ষমতায় এলে নীতি আয়োগ বাতিল করে যোজনা কমিশন ফিরিয়ে আনার কথা ঘোষণা করেছেন রাহুল গাঁধী। আজ তাঁকে পাল্টা আক্রমণ করে বিজেপি নেতা মুখতার আব্বাস নকভির দাবি, প্রতিষ্ঠানগুলিকে হুমকি দিচ্ছেন এবং মানহানি করছেন কংগ্রেস সভাপতি।
গতকাল রাহুল ট্যুইট করেন, ‘ভোটে জিতে ক্ষমতায় এলে আমরা নীতি আয়োগ তুলে দেব। আমরা যোজনা কমিশন ফিরিয়ে আনব। যোজনা কমিশনের সদস্য সংখ্যা হবে একশোর কম। বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের রাখা হবে যোজনা কমিশনে।’
If voted to power, we will scrap the NITI Aayog. It has served no purpose other than making marketing presentations for the PM & fudging data.
We will replace it with a lean Planning Commission whose members will be renowned economists & experts with less than 100 staff.
— Rahul Gandhi (@RahulGandhi) March 29, 2019
কংগ্রেস সভাপতির এই ট্যুইটের পাল্টা নকভি বলেছেন, ‘ঔদ্ধত্য ও সামন্ততান্ত্রিক মানসিকতার কারণেই শাহজাদা (রাহুল) এই ধরনের কথা বলছেন। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন সামন্ততান্ত্রিক পরিবারের অরাজকতা ও ঔদ্ধত্যের ফলে প্রতিষ্ঠানগুলিকে অপরাধমূলক কাজে অপব্যবহারের ঘটনা সবচেয়ে বেশি দেখা গিয়েছে। গত পাঁচ বছরে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের মতো প্রতিষ্ঠানগুলিকে হুমকি দিয়েছে এবং মানহানি করেছে কংগ্রেস। এখন নীতি আয়োগের ক্ষেত্রেও একই কাজ করা হচ্ছে। শাহজাদা ও শাহজাদি (প্রিয়ঙ্কা গাঁধী) ক্ষমতায় না থাকলেই জল ছাড়া মাছের মতো আচরণ করেন। তাঁরা মনে করেন, ক্ষমতা তাঁদের জন্মগত অধিকার। লোকসভা নির্বাচনে দেশের মানুষ তাঁদের শিক্ষা দেবেন।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement