দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১২ লক্ষ, একদিনে সংক্রমিত রেকর্ড ৪৫ হাজার ৭২০ জন
এরই মধ্যে সুস্থ হয়েছেন ৭ লক্ষ ৮২ হাজার ৬০৭ জন
![দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১২ লক্ষ, একদিনে সংক্রমিত রেকর্ড ৪৫ হাজার ৭২০ জন Corona: India's COVID-19 tally crosses 12-lakh mark, country records highest-ever single-day spike দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১২ লক্ষ, একদিনে সংক্রমিত রেকর্ড ৪৫ হাজার ৭২০ জন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/07/05225926/web-corona-india-tally-plate-04-050720.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ছাড়াল। আক্রান্ত হয়েছেন ১২ লক্ষ ৩৮ হাজার ৬৩৫ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫। অর্থাত্, একদিনে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৭২০ জন। যা এখনও পর্যন্ত রেকর্ড।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৬১ জনের। গতকাল ওই সংখ্যাটা ছিল ২৮ হাজার ৭৩২। অর্থাত্, একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ১২৯ জনের। একদিনে মৃত্যুর নিরিখে এটাও রেকর্ড।
তবে এরই মধ্যে সুস্থ হয়েছেন ৭ লক্ষ ৮২ হাজার ৬০৭ জন। গতকাল ওই সংখ্যাটা ছিল ৭ লক্ষ ৫৩ হাজার ৫০ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৫৫৭ জন। দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩.১৮ শতাংশ। মৃত্যু হার ২.৪১ শতাংশ।
মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ওই রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৫৬ জনের। গতকাল ওই সংখ্যা ছিল ১২ হাজার ২৭৬। একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৮০ জনের।
মহারাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩৭ হাজার ৬০৭ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ২৭ হাজার ৩১ জন। একদিনে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫৭৬ জন।
দিল্লিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭১৯ জনের। গতকাল মৃতের সংখ্যা ছিল ৩ হাজার ৬৯০। একদিনে দিল্লিতে মৃত্যু হয়েছে ২৯ জনের। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৩২৩ জন। গতকাল ছিল ১ লক্ষ ২৫ হাজার ৯৬। একদিনে রাজধানীতে সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ২২৭। যা এখনও অনেকটাই বেশি।
তামিলনাড়ুতে ৩ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, তামিলনাড়ুতে মৃতের সংখ্যা ছিল ২ হাজার ৬২৬। একদিনে মৃত্যু হয়েছে ৫১৮ জনের। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ৪৯২। যা ২৪ ঘণ্টা আগে ছিল ১ লক্ষ ৮০ হাজার ৬৪৩। অর্থাত্, একদিনে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৮৪৯ জন।
গুজরাতে মৃতের সংখ্যা ২ হাজার ২২৪। গতকাল ওই সংখ্যা ছিল ২ হাজার ১৯৬। অর্থাত্, একদিনে গুজরাতে করোনায় মৃত্যু হয়েছে ২৮ জনের। গুজরাতে আক্রান্ত ৫১ হাজার ৩৯৯ জন। গতকাল ছিল ৫০ হাজার ৩৭৯। অর্থাত্ একদিনে গুজরাতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০ জন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)