corona Vaccination: ১ এপ্রিল থেকে ৪৫ ঊর্ধ্ব সবাইকে করোনার টিকা
Corona vaccination: এর আগে কোমর্বিডিটি থাকলে, তবেই ৪৫ ঊর্ধ্বদের টিকা মিলত।
নয়াদিল্লি: ‘১ এপ্রিল থেকে ৪৫ ঊর্ধ্ব সকলকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।’ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। এর আগে কোমর্বিডিটি থাকলে, তবেই ৪৫ ঊর্ধ্বদের টিকা মিলত। তবে এবার থেকে ৪৫ বছরের বেশি বয়স হলেই টিকা পাওয়া যাবে।
দেশে গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমল। সেইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২ জনের মৃত্যু হয়েছে। দৈনিক মৃত্যুতে দেশে যুগ্মভাবে প্রথম স্থানে মহারাষ্ট্র ও পঞ্জাব। দুই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ১৬৬ জনের। আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৬ লক্ষ ৮৬ হাজার ৭৯৬। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১১ লক্ষ ৮১ হাজার ২৫৩।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২১২। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৭১৫। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৬ হাজার ৯৫১। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯ হাজার ৭৮৫ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ২১ হাজার ১৮০।
দেশে মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। দেশে সুস্থতার হার ৯৫ দশমিক ৬৭ শতাংশ।
বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ লক্ষ ২২ হাজার ১৫৬ জনের। আক্রান্তের সংখ্যা ১২ কোটি ৩৬ লক্ষ ২২ হাজার ২৮৬। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৭ কোটি ৯০ হাজার ৩৯১ জন।
এদিকে, বিদেশ ফেরত ৮ জনের শরীরে করোনা ভাইরাসের ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার স্ট্রেন মিলল। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এর মধ্যে পাঁচজনের শরীরে করোনা ভাইরাসের ইংল্যান্ডের স্ট্রেন মিলেছে। আর দক্ষিণ আফ্রিকার স্ট্রেন পাওয়া গিয়েছে তিনজনের শরীরে। ভ্যাকসিন নিয়ে নতুন নির্দেশিকার পাশাপাশি, করোনা নিয়ে সচেতনতা বাড়াতে রাজ্য সরকারগুলিকে Standard operating procedure বা SOP মেনে চলার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। যার মূল মন্ত্রই হল TEST-TRACK-TREAT। স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো সেই নির্দেশিকায় বলা হয়েছে, RTPCR টেস্ট বাড়িয়ে ৭০ শতাংশে নিয়ে যেতে হবে। করোনা আক্রান্তের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কোথা থেকে কীভাবে আক্রান্ত হয়েছেন, তার খোঁজ নিতে হবে। সঙ্গে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। মানতে হবে দূরত্ববিধি। সেই সঙ্গে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত রাখতে হবে। আপাতত, পয়লা এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এগুলি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।