করোনাভাইরাস: আক্রান্ত তরুণের মা রাজ্যের পদস্থ আমলা, জীবাণুমুক্ত করা হল নবান্ন, মেয়রের চেয়ারের সামনে ব্যারিকেড
১৪ তলায় মুখ্যমন্ত্রীর দফতর থেকে এই কাজ শুরু করা হয়।
কলকাতা: রাজ্যে করোনা আক্রান্ত এক তরুণ। এই অবস্থায় করোনা সংক্রমণ রুখতে কলকাতা ও জেলায় জারি সতর্কতা।
নবান্ন
করোনা সতর্কতায় আজ জীবাণুমুক্ত করা হয় নবান্ন। সকালে পূর্ত দফতরের ৪টি দল জীবাণুমুক্ত করার কাজ শুরু করে। ১৪ তলায় মুখ্যমন্ত্রীর দফতর থেকে এই কাজ শুরু করা হয়। লিফট, প্যাসেজ, দরজার হাতল, আধিকারিক ও কর্মীদের ঘর জীবাণুমুক্ত করা হয়। দক্ষিণ কলকাতার করোনা আক্রান্ত তরুণের মা নবান্নের পদস্থ আধিকারিক। ওই তরুণের সংস্পর্শে আসার পর তিনি নবান্নে এসেছিলেন।সেই কারণে তাঁর ঘর জীবাণুমুক্ত করার পর সিল করে দেওয়া হয়। ওই ঘরের আশপাশের কর্মীদের অন্যত্র সরানো হয়েছে।
কলকাতা পুরসভা
কলকাতা পুরসভার মেয়রের ঘরে করোনা-সতর্কতা। মেয়রের চেয়ারের সামনে ব্যারিকেড তৈরি করা হয়েছে। কোনও ব্যক্তি দেখা করতে এসে যাতে মেয়রের কাছাকাছি যেতে না পারেন তার জন্যই এই ব্যবস্থা। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে মেয়র জানিয়েছেন, বাড়িতে তাঁর নাতনি রয়েছে। সংক্রমণ যাতে নাতনির শরীরে ছড়িয়ে না পড়ে তার জন্যই এই ব্যবস্থা।
কুমোরটুলি
করোনা সংক্রমণ ঠেকাতে কুমোরটুলিতে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি মৃৎশিল্প সাংস্কৃতিক সমিতির। অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
স্বাস্থ্য ভবন
করোনা মোকাবিলায় স্বাস্থ্য ভবনে জারি সতর্কতা। স্বাস্থ্য ভবনের ৩টি বিল্ডিং রয়েছে। প্রত্যেকটি ভবনে ঢোকার সময় দেওয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। আজ থেকে এই ব্যবস্থা চালু করা হয়েছে।
দক্ষিণ দমদম
দমদমের মতিঝিল গার্লস হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে মাস্ক বিলি। আজ সকালে মাস্ক বিলি করেন দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর অমিত পোদ্দার। প্রায় ৩০০ মাস্ক বিলি করা হয়। স্কুলের শিক্ষিকা ও শিক্ষাকর্মীদেরও মাস্ক দেওয়া হয়েছে।
জলপাইগুড়ি
করোনা সংক্রমণ ঠেকাতে ডুয়ার্সের সমস্ত বনাঞ্চলে পর্যটক ঢোকায় নিষেধাজ্ঞা জারি বন দফতরের। এই অবস্থায় হোটেল, কটেজ, রিসর্ট বুকিং বাতিল হওয়ায় ক্ষতির মুখে পর্যটন ব্যবসা। রিসর্ট-হোটেল মালিকদের দাবি, যাঁদের আগে থেকে বুকিং রয়েছে তাঁদের টাকা ফেরত দেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকরা এসে থাকতে পারবেন।
আলিপুরদুয়ার
করোনা সতর্কতার মধ্যেই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কালোবাজারি রুখতে সতর্ক প্রশাসন। বাজারে অমিল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। আলিপুরদুয়ারে কিছু দোকানে চড়া দামে বিক্রি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। নির্দিষ্ট দামে হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করতে ওষুধের দোকানগুলিকে নির্দেশিকা জেলা পুলিশের। জয়গাঁতে ফুটপাতে দেদার বিক্রি হচ্ছে সাধারণ সিন্থেটিক কাপড়ের মাস্ক। মাস্ক না পেয়ে অনেকে মুখে কাপড় বেঁধে চলাফেরা করছেন।
মুর্শিদাবাদ
মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কালোবাজারি রুখতে বহরমপুরে পথে পুলিশ। ২ জন ডিএসপির নেতৃত্বে বিভিন্ন ওষুধের দোকানে হানা দেয় উর্দিধারীরা। সঠিক দামে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।
হুগলি
মাস্কের কালোবাজারি রুখতে শেওড়াফুলির বিভিন্ন দোকানে হানা চন্দননগর কমিশনারেটের পুলিশের। ছিলেন বৈদ্যবাটি পুরসভার কাউন্সিলররা। বেশ কয়েকটি দোকানে চড়া দামে মাস্ক বিক্রি হচ্ছিল। পুলিশ গিয়ে তা বন্ধ করে দেয়।
সত্যবালা আইডি হাসপাতাল
করোনা সতর্কতায় হাওড়ার সত্যবালা আইডি হাসপাতালে তৈরি করা হয়েছে ১০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে। আজ সেই ওয়ার্ড পরিদর্শন করেন অরূপ রায়। করোনা আক্রান্তদের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। চিকিৎসক ও নার্সরা তৈরি রয়েছেন। জানিয়েছেন সমবায় মন্ত্রী।