বিদেশি মুদ্রা লেনদেন মামলা: বিজয় মাল্যর বেঙ্গালুরুর সম্পত্তি ক্রোক করার নির্দেশ আদালতের
নয়াদিল্লি: বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় বেঙ্গালুরুতে বিজয় মাল্যর সম্পত্তি অবিলম্বে ক্রোক করার নির্দেশ দিল দিল্লির একটি আদালত। এই মামলায় পূর্ববর্তী শুনানিতে বেঙ্গালুরু পুলিশ আদালতে জানিয়েছিল, তারা ওই শহরে মাল্যর ১৫৯টি সম্পত্তির খোঁজ পেয়েছে। এর প্রেক্ষিতে, আদালত বেঙ্গালুরু পুলিশ কমিশনারকে নির্দেশ দেন, মাল্যর যাবতীয় সম্পত্তি ক্রোক করতে। বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত একটিও সম্পত্তি ক্রোক করা হয়নি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র বিশেষ আইনজীবী ও সরকারি কৌঁসুলি সমবেদনা ভার্মার মাধ্যমে সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আরও সময়ের আর্জি জানায় বেঙ্গালুরু পুলিশ। এর প্রেক্ষিতেই এদিন নতুন নির্দেশ দেন মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট দীপক শেরাবত। আদালতের সমন অগ্রাহ্য করার জন্য গত ৪ জানুয়ারি এই মামলায় মাল্যকে অপরাধী হিসেবে ঘোষণা করে আদালত। তার আগে গত বছরের এপ্রিলে মাল্যর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত।