এক্সপ্লোর
Advertisement
দিল্লিতে পিত্জা ডেলিভারি এজেন্ট করোনা পজিটিভ, ভর্তি হাসপাতালে, খাবার দিয়েছিলেন ৭২টি পরিবারকে, সবাই হোম কোয়ারেন্টিনে
এই ডেলিভারি এজেন্টের সংস্পর্শে আসা আরও ২০ জন ডেলিভারি বয়কেও ছত্তরপুরে কোয়ারেন্টিন সেন্টারে পাঠিয়ে নজরদারি চলছে।সম্ভবত কোনও করোনাভাইরাস সংক্রমিত পরিবারে পিত্জা ডেলিভারি দিতে গিয়ে সেখান থেকে সেও আক্রান্ত হয়েছে বলে আশঙ্কা স্বাস্থ্যদপ্তরের অফিসারদের।
নয়াদিল্লি:১৯ বছরের পিত্জা ডেলিভারি এজেন্ট করোনাভাইরাস পজিটিভ বেরলেন দক্ষিণ দিল্লিতে। গত ১২ এপ্রিল পর্যন্ত তিনি পিত্জা ডেলিভারি দিয়েছেন। আর শেষ ১৫ দিনে দক্ষিণ দিল্লির হজ খাস, মালব্য নগর ও সাবিত্রী নগরে ৭২টির মতো পরিবারের কাছে মাল নিয়ে গিয়েছেন। ফলে ওইসব পরিবার তীব্র আতঙ্কের মধ্যে রয়েছে। সব পরিবারকে হোম কোয়ারেন্টিন করে নজরে রাখা হচ্ছে। ছেলেটিকে ভর্তি করা হয়েছে আরএমএল নগরে।
এই ডেলিভারি এজেন্টের সংস্পর্শে আসা আরও ২০ জন ডেলিভারি বয়কেও ছত্তরপুরে কোয়ারেন্টিন সেন্টারে পাঠিয়ে নজরদারি চলছে।
১৯ বছরের ছেলেটির বিদেশযাত্রার কোনও রেকর্ড নেই বলে জানা গিয়েছে। সম্ভবত কোনও করোনাভাইরাস সংক্রমিত পরিবারে পিত্জা ডেলিভারি দিতে গিয়ে সেখান থেকে সেও আক্রান্ত হয়েছে বলে আশঙ্কা স্বাস্থ্যদপ্তরের অফিসারদের।
দিল্লিতে কোভিড ১৯ সংক্রমণের ঘটনা ১৫৭৮টি, মারা গিয়েছেন ৩০ জনের বেশি।
এক বিবৃতিতে সংশ্লিষ্ট ফুড ডেলিভারি সংস্থাটি বলেছে, আজ তারা জানতে পেরেছে, রেস্তোরাঁর জনৈক কর্মী করোনাভাইরাস পজিটিভ হয়েছেন, যিনি মালব্য নগরের কিছু কাস্টমারকে কিছুদিন আগে খাবার ডেলিভারি দিয়েছেন। এগুলির কিছু অর্ডার জোমাটোয় দেওয়া হয়েছিল। ডেলিভারি দেওয়ার সময়ই তিনি আক্রান্ত হয়েছেন কিনা, আমরা নিশ্চিত নই। ওইসব কাস্টমারদের সঙ্গে সরকারি লোকজন যোগাযোগ করেছেন ইতিমধ্যেই। যে রেস্তোরাঁয় ওই ডেলিভারি বয় কাজ করতেন, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।
সংস্থাটি আরও বলেছে, কোভিড ১৯ যে কারও হতে পারে, কিন্তু আমাদের সবার পক্ষে পুরোপুরি নিজেদের বিচ্ছিন্ন করে সরিয়ে নেওয়া কার্যত অসম্ভব এবং বিশেষ করে এমন সময়ে যখন খাবারের মতো অত্যাবশ্যকীয় সামগ্রীর ক্ষেত্রে বাইরের সাহায্য আমাদের দরকার। আমাদের গভীর বিশ্বাস, কোভিড-১৯ সংক্রমিতহ হয়েছেন, এটা জেনে থাকলে আমাদের একজনও রাইডার কাজ করে যাবেন, করা উচিতও নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement