এক্সপ্লোর
Advertisement
নোট বাতিল নির্বাচনে কালো টাকার ব্যবহারে রাশ টানতে পারেনি, বললেন সদ্যপ্রাক্তন নির্বাচন কমিশনার
নয়াদিল্লি: সদ্যপ্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত দাবি করেছেন যে, ভোটের সময় অর্থের অপব্যবহারের ঘটনা বেড়েছে। টাকা বাজেয়াপ্ত হওয়ার সাম্প্রতিক পরিসংখ্যানের কথা উল্লেখ করে এ কথা জানানো হয়েছে। এ বিষয়ে কথা বলতে গিয়ে রাওয়াত বলেছেন, নোট বাতিলের পর মনে করা হয়েছিল যে, নির্বাচনে টাকার অপব্যবহারের ঘটনা কমবে। কিন্তু অর্থ বাজেয়াপ্তর যে পরিসংখ্যান সামনে এসেছে তাতে ওই আশা পূরণ হয়নি। আগের ভোটের তুলনায় একই রাজ্যগুলিতে আরও বেশি অর্থ বাজেয়াপ্ত হয়েছে।
রাওয়াত বলেছেন, 'রাজনীতির সঙ্গে যুক্ত লোকজন ও তাদের আর্থিক সাহায্য প্রদানকারীদের অর্থের কোনও অভাব নেই। এভাবে যে অর্থের ব্যবহার হয়, তা সাধারণত কালো টাকা। নির্বাচনে কালো টাকার ব্যবহারে কোনও রাশ টানা যায়নি'।
মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ়, মিজোরাম, তেলঙ্গনা ও রাজস্থানের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া চলাকালেই রাওয়াতের এই মন্তব্য সামনে এল। ওই রাজ্যগুলির ভোটের ফল ঘোষণা ১১ ডিসেম্বর।Former Chief Election Commissioner OP Rawat: After demonestisation it was thought that misuse of money during election will be brought down. But it couldn't be proved on basis of the data of the seizures.Compared to previous elections, there were more seizures in the same states. pic.twitter.com/mJ6RfivOgx
— ANI (@ANI) December 3, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement