এক্সপ্লোর
Advertisement
বৈষম্য করা আমাদের নীতি নয়, আমাদের চরিত্রেই এটা নেই, ভারতে ‘ইসলামভীতি’ প্রসঙ্গে ট্যুইট আমিরশাহিতে থাকা রাষ্ট্রদূতের
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে বলেন, ‘করোনা ভাইরাস কারও জাত, ধর্ম, বর্ণ, ভাষা দেখে আসে না।’ সেটাও উল্লেখ করেছেন সংযুক্ত আরব আমিরশাহীর ভারতীয় রাষ্ট্রদূত।
নয়াদিল্লি: ভারতে মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে আরব দুনিয়ায় যে ধারণা তৈরি হয়েছে, তা খারিজ করে দিলেন সংযুক্ত আরব আমিরশাহীতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পবন কপূর। তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী যে কোনও পরিস্থিতিতে বৈষম্য না করার মূল্যবোধে বিশ্বাসী। বৈষম্য আমাদের নৈতিক চরিত্র ও আইনের বিরোধী। সংযুক্ত আরব আমিরশাহীতে থাকা ভারতীয়দের এটা মাথায় রাখা উচিত।’ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে বলেন, ‘করোনা ভাইরাস কারও জাত, ধর্ম, বর্ণ, ভাষা দেখে আসে না।’ সেটাও উল্লেখ করেছেন সংযুক্ত আরব আমিরশাহীর ভারতীয় রাষ্ট্রদূত।
India and UAE share the value of non-discrimination on any grounds. Discrimination is against our moral fabric and the Rule of law. Indian nationals in the UAE should always remember this. https://t.co/8Ui6L9EKpc
— Amb Pavan Kapoor (@AmbKapoor) April 20, 2020
ভারতে করোনা ভাইরাস সংক্রমণের সঙ্গে তবলিগি জামাতের যোগ পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, দেশের ৩০ শতাংশ করোনা আক্রান্তের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তবলিগি জামাতের যোগ আছে। এই বিষয়টি নিয়ে নিয়ে অনেকেই সরব হয়েছেন। এতেই কুয়েত, আমিরশাহীর মতো দেশগুলির মনে হয়েছে, ভারতে মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ‘মুসলিম-বিরোধী’ পোস্ট করার অভিযোগে উপসাগরীয় দেশগুলিতে থাকা একাধিক ভারতীয়কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই মুখ খুললেন ভারতীয় রাষ্ট্রদূত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement