এক্সপ্লোর
Advertisement
জঙ্গলে এক কুকুরের দাপটে হতভম্ব জোড়া সিংহ, ভিডিও ভাইরাল
জঙ্গলে সবচেয়ে বিপজ্জনক পশু হিসেবে পরিচিত সিংহ। কাউকে নিশানা করলে আর রক্ষে নেই। আর সেই সিংহই কিনা একটি কুকুরকে ভয় পেয়ে গেল! তাও একটি নয়, জোড়া সিংহ। কুকুরকে পিছু হঠতে হল তাদের।
নয়াদিল্লি: জঙ্গলে সবচেয়ে বিপজ্জনক পশু হিসেবে পরিচিত সিংহ। কাউকে নিশানা করলে আর রক্ষে নেই। আর সেই সিংহই কিনা একটি কুকুরকে ভয় পেয়ে গেল! তাও একটি নয়, জোড়া সিংহ। কুকুরকে পিছু হঠতে হল তাদের। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে। ওই ভিডিও দেখে অনেকেই তাজ্জব হয়ে গিয়েছেন। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক সুশান্ত নন্দা এই ভিডিও শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা গিয়েছে, জঙ্গলে বিশ্রাম নিচ্ছিল দুটি সিংহ। এমন সময় একটি কুকুরকে দেখে তার ওপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হয়। কিন্তু কুকুরও ছেড়ে দেওয়ার পাত্র নয়। উচ্চস্বরে ডাক ছাড়তে ছাড়তে সে এগিয়ে এসে সিংহ দুটিকে ভয় দেখানোর চেষ্টা করে। শুধু তাই নয়, শূন্যে লাফিয়ে সিংহ জুটিকে পাল্টা আক্রমণের চেষ্টা করে কুকুরটি। যদিও কুকুরটি এই চেষ্টা সফল হয়নি। ১৮ সেকেন্ডের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে।
ভিডিও শেয়ার করে সুশান্ত নন্দা ক্যাপশনে লিখেছেন, আত্মবিশ্বাস একটা দারুণ শক্তি। আত্মবিশ্বাস থাকলে, তার ফল পাওয়া যাবেই।
তিনি ১১ মার্চ ভিডিওটি শেয়ার করেছেন। এরমধ্যে কয়েক হাজার ভিউ হয়েছে। লাইক হয়েছে প্রচুর। কুকুরের সাহস দেখে নেটিজেনরা বাহবা জানিয়েছেন।
আবার কেউ মজার ছলে লিখেছেন, কুকুরটির করোনাভাইরাস হয়নি তো! এ জন্য সিংহ তাকে এড়াতে চাইছে!
অন্য এক ব্যক্তি লিখেছেন, সাহস করে কোনও কিছু চেষ্টা করলেও অসম্ভবকেও সম্ভব মনে হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আজ ফোকাস-এ
জেলার
জেলার
Advertisement