এক্সপ্লোর
কামড় খেয়ে পাল্টা সাপকেই কামড়ে টুকরো টুকরো করে দিলেন মদ্যপ ব্যক্তি!
এক ব্যক্তিকে সাপে কামড়ে ছিল। পাল্টা সাপটিকে কামড়ে টুকরো টুকরো করে দিলেন ওই ব্যক্তি। রবিবার রাতে এটা জেলার আসরাউলি গ্রামে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই ব্যক্তির নাম রাজকুমার।

ফাইল ছবি
লখনউ: উত্তরপ্রদেশে তাজ্জব ঘটনা! এক ব্যক্তিকে সাপে কামড়েছিল। পাল্টা সাপটিকে কামড়ে টুকরো টুকরো করে দিলেন ওই ব্যক্তি। রবিবার রাতে এটা জেলার আসরাউলি গ্রামে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই ব্যক্তির নাম রাজকুমার। তাঁর বাবা বাবুরাম সাংবাদিকদের বলেছেন, মত্ত অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছেন তাঁর ছেলে। তিনি বলেছেন, আমার ছেলে মত্ত অবস্থায় ছিল। একটি সাপ বাড়িতে ঢুকে ওকে কামড়ে দেয়। এরপর ও সাপটিকে ধরে কামড়ে টুকরো টুকরো করে দেয়। ওর অবস্থা এখন আশঙ্কাজনক। ওই চিকিত্সার খরচ যোগানোর সামর্থ্য আমাদের নেই। চিকিত্সকরাও জানিয়েছেন, রাজকুমারের অবস্থা সঙ্কটজনক। তাঁর শুশ্রুষায় নিযুক্ত এক চিকিত্সক বলেছেন, এক রোগী আমার কাছে এসে বলে যে সে একটি সাপকে কামড়েছে। আমি ভেবেছিলাম, সাপ তাঁকে কামড়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অন্য হাসপাতালে তাঁকে রেফার করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















