এক্সপ্লোর
Advertisement
বেআইনি আর্থিক লেনদেনের মামলা ইডি-র, ফের বিপাকে রবার্ট বঢরা
নয়াদিল্লি: নতুন করে চাপে পড়ে গেলেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধীর জামাই রবার্ট বঢরা। তিনি যুক্ত আছেন এমন একটি সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে অর্থপাচারের মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
সূত্রের খবর, হরিয়ানার গুরুগ্রামে ২০০৮ সালে জমি কেনা-বেচার ক্ষেত্রে আর্থিক ও অন্যান্য অনিয়মের অভিযোগেই অর্থপাচার বিরোধী আইনে বঢরা সহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। প্রতিরক্ষা চুক্তিতে কমিশন নেওয়া এবং বিদেশে সম্পত্তি লুকিয়ে রাখার অভিযোগে গত মাসে বঢরার সঙ্গে সম্পর্কিত কয়েকজন সন্দেহভাজনের বাসভবনে তল্লাশি চালায় ইডি। এর আগে গত বছরের সেপ্টেম্বরে এফআইআর করে হরিয়ানা পুলিশ। তার ভিত্তিতেই ফৌজদারি মামলা দায়ের করা হল।
হরিয়ানা পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সংস্থাটি ২০০৮ সালে একটি সংস্থার কাছ থেকে সাড়ে সাত কোটি টাকা দিয়ে গুরুগ্রামের সেক্টর ৮৩-তে সাড়ে তিন একর জমি কেনে। সেই সময় হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন ভূপিন্দর সিংহ হুডা। তিনি নগর ও গ্রাম পরিকল্পনা দফতরও নিজের হাতেই রেখেছিলেন। পরে বঢরার সঙ্গে যুক্ত সংস্থাটি ৫৮ কোটি টাকার বিনিময়ে জমিটি বিক্রি করে দেয়। হুডা প্রভাব খাটিয়ে ওই জমিতে কলোনি গড়ে তোলার জন্য বাণিজ্যিক লাইসেন্সও পাইয়ে দেন বলে অভিযোগ।
বঢরা অবশ্য বেনিময়ের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মনোজ অরোরা আজই দিল্লির একটি আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছেন। আগামীকাল তাঁর এই আবেদনের শুনানি হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement