Father's Day 2021 Whats app Sticker: ফাদার্স ডে-তে হোয়াটসঅ্যাপের নতুন স্টিকার প্যাক ‘পাপা মেরে পাপা’
Father's Day 2021 Special sticker pack on Whats App: যদি কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাবাকে এই বিশেষ দিনটির শুভেচ্ছা জানাতে চান, তাহলে নতুন স্টিকার প্যাক ব্যবহার করতেই পারেন।
নয়াদিল্লি: আজ রবিবার, ২০ জুন ‘ফাদার্স ডে’। এই দিনটিকে বিশেষভাবে পালন করার জন্য নতুন স্টিকার প্যাক আনল জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই স্টিকার প্যাকের নাম দেওয়া হয়েছে ‘পাপা মেরে পাপা’। বলিউডের একটি জনপ্রিয় গান অনুসারেই এই নামকরণ। শুরুতে ভারত ও ইন্দোনেশিয়ার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এই স্টিকার প্যাক চালু করা হয়। পরে অন্য দেশগুলিতেও এই স্টিকার প্যাকটি চালু করা হয়েছে।
ফাদার্স ডে-তে যদি কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাবাকে এই বিশেষ দিনটির শুভেচ্ছা জানাতে চান, তাহলে নতুন স্টিকার প্যাক ব্যবহার করতেই পারেন। স্টিকার প্যাক ডাউনলোড করার জন্য হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে। স্টিকার প্যাকে চশমা পরা ও গোঁফযুক্ত এক ব্যক্তিকে দেখা যাচ্ছে।
হোয়াটসঅ্যাপ ফিচার্স ট্র্যাকার ওয়াবেটাইনফোই প্রথমে এই ‘পাপা মেরে পাপা’ স্টিকার প্যাকের বিষয়ে খবর প্রকাশ করে। এই স্টিকার প্যাকের মাধ্যমে সন্তানের সঙ্গে বাবার চিরন্তন সম্পর্ক তুলে ধরা হয়েছে। আইওএস, অ্যান্ড্রয়েডে পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপের নতুন স্টিকার প্যাক।
আইফোনে হোয়াটসঅ্যাপের এই নতুন স্টিকার প্যাক ডাউনলোড করার জন্য প্রথমে ব্যক্তিগত চ্যাট উইন্ডো বা গ্রুপ চ্যাট উইন্ডো খুলতে হবে। নতুন স্টিকার সেকশনে যাওয়ার জন্য স্টিকার্স মেনুর প্লাস আইকনে ট্যাপ করতে হবে। স্টিকার সেকশনের উপরের দিকেই নতুন স্টিকার প্যাক পাওয়া যাবে। সেখান থেকে পছন্দমতো যে কোনও আইকন ডাউনলোড করা যাবে। স্টিকার প্যাক ডাউনলোড করার পর তা থেকে পছন্দমতো স্টিকার বাবাকে পাঠানো যাবে।
হোয়াটসঅ্যাপের নতুন স্টিকার প্যাক ডাউনলোড করার পর স্টিকারের তালিকা থেকে পছন্দমতো স্টিকার বেছে নেওয়ার সুযোগ থাকছে। কোনও লেখা বা ইমোজি সহ স্টিকার বেছে নেওয়া যাবে। কেউ যদি অ্যান্ড্রয়েড বা আইওএস-এ হোয়াটসঅ্যাপের নতুন স্টিকার প্যাক খুঁজে না পান, তাহলে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে। তাহলেই নতুন স্টিকার প্যাক পাওয়া যাবে।
এর আগে মাদার্স ডে উপলক্ষেও নতুন স্টিকার প্যাক এনেছিল হোয়াটসঅ্যাপ। এবার ফাদার্স ডে উপলক্ষেও নতুন স্টিকার প্যাক আনল এই মেসেজিং অ্যাপ।