এক্সপ্লোর
মহারাষ্ট্রের পালঘরে গভীর রাতে চারবার ভূমিকম্প, বাড়ি ধসে এক মহিলার মৃত্যু
দাহানুর বাসবলাপড়া অঞ্চলে বাড়ি ধসে এক মহিলার মৃত্যু হয়েছে।

পালঘর: ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্রের পালঘর জেলার দাহানু, তালসারি ও বইসর অঞ্চল। গতকাল রাত ১.০৩ মিনিট থেকে ১.১৫ মিনিটের মধ্যে চারবার ভূমিকম্প হয়। দাহানুর বাসবলাপড়া অঞ্চলে বাড়ি ধসে এক মহিলার মৃত্যু হয়েছে। ঠানের আঞ্চলিক বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান সন্তোষ কদম জানিয়েছেন, দাহানু ও তালসারি অঞ্চলে রাত ১.০৩ মিনিটে ৩.৮ মাত্রার এবং ১.১৫ মিনিটে ৩.৬ মাত্রার ভূমিকম্প হয়। রাত ১.১৫ মিনিটে দাহানু, তালসারি ও বইসর অঞ্চলে ২.৯ মাত্রার এবং ২.৮ মাত্রার কম্পন অনুভূত হয়। গতকাল মোট সাতবার ভূমিকম্প হয়। কম্পনের উৎসস্থল ছিল দুন্দলওয়াড়ি গ্রাম। ভূমিকম্পের সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। ফলে বেশিরভাগ গ্রামবাসীই বাড়ি ছেড়ে বেরোতে পারেননি। কম্পনের ফলে ক্ষয়ক্ষতির বিষয়ে খবর নেওয়ার জন্য পালঘরে যাচ্ছেন সরকারি আধিকারিকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















