এক্সপ্লোর
Advertisement
আদিবাসী মজুরদের কাজ ছিনিয়ে নিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, অসমের মতো এনআরসি করে বের করে দিতে হবে, কেন্দ্রকে বলেছে ঝাড়খন্ড, জানালেন মুখ্যমন্ত্রী রঘুবর দাশ
রাঁচি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিয়ে ঝাড়খন্ড সরকার জানিয়েছে, তাদের রাজ্যেও ‘বাংলাদেশি অনু্প্রবেশকারী’ আছে, অসমের মতো ঝাড়খন্ডেও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তৈরি করে বেআইনি বাংলাদেশিদের শনাক্ত করে ‘এক এক’ করে বের করে দিতে হবে। মুখ্যমন্ত্রী রঘুবর দাশ নিজেই সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বিজেপির অবস্থান খুব স্পষ্ট। আমাদের প্রতিটি বাংলাদেশিকে খুঁজে বের করে দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে। গোড্ডা, সাহেবগঞ্জ, পাকুরে বাংলাদেশিরা আছে, রাঁচিতেও আছে। জামশেদপুরেও আছে। আমাদের আদিবাসী মজুরদের কাজ ছিনিয়ে নিয়েছে ওরা। তাই আমার মত এবং জনসঙ্ঘের সময় থেকে বিজেপিও দাবি এটাই যে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এ দেশ থেকে তাড়াতে হবে।
অসমে এনআরসি-র উল্লেখ করে রঘুবর বলেন, ঝাড়খন্ড সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে বলেছে, এ রাজ্যেও বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। পাশাপাশি পাকুরের প্রায় ৫০ শতাংশ বাসিন্দাও বেআইনি ভাবে বসবাসকারী বাংলাদেশি, গোড্ডা, সাহেবগঞ্জেও তারা আছে বলে জানান মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি সুনীল কুমার বার্নওয়াল।
এ ধরনের বাংলাদেশিরা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পায় কিনা, প্রশ্ন করা হলে রঘুবর বলেন, কংগ্রেস ৬০ বছর ধরে ভোটব্যাঙ্ক, বিভাজনের রাজনীতিতে মদত দিয়েছে। এখন মোদীজীর নেতৃত্বে মানুষকে একজোট করার রাজনীতি করছি আমরা। উন্নয়নের রাজনীতি হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
অফবিট
Advertisement