এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
হাতের লেখা 'জঘন্য', উত্তরপ্রদেশের তিন চিকিৎসককে পাঁচ হাজার টাকা জরিমানা করল হাইকোর্ট
লখনউ: চিকিৎসকদের হাতের লেখা 'জঘন্য'। এমন হাতের লেখা আছে বহু বিখ্যাত ডাক্তারের যে ওষুধের দোকানের লোক এবং সেই চিকিৎসক ছাড়া অন্য কেউ প্রেসক্রিপশন পড়তেই পারেন না। অনেক সময় ওষুধের দোকানের লোকও পড়তে পারেন না। সম্প্রতি উত্তরপ্রদেশের তিন চিকিৎসকের এমনই 'জঘন্য' হাতের লেখার কারণে, ইলাহাবাদ হাইকোর্ট প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করল।
গত সপ্তাহে ইলাহাবাদ হাইকোর্টে তিনটি মামলা আসে। সীতাপুর, উন্নাও এবং গন্ডা জেলার তিন হাসপাতালের আঘাতের রিপোর্ট। কিন্তু সেই রিপোর্টে কী লেখা আছে কিছুই পড়া যাচ্ছিল না চিকিৎসকদের জঘন্য হাতের লেখার কারণে। এই কারণের জন্যে তিন চিকিৎসককে আদালতে তলব করা হয়। এরপরই বিচারপতি অজয় লাম্বা এবং সঞ্জয় হারকৌলির ডিভিশন বেঞ্চ তিনজনকে আদালতের লাইব্রেরিতে পাঁচ হাজার টাকা করে জরিমানা জমা দিতে বলে। ওই চিকিৎসক নিজেদের এই খারাপ হাতের লেখার কারণ হিসেবে, নিজেদের অতিরিক্ত কাজের চাপকে দায়ি করেছেন।
শুধু জরিমানা করেই থামেনি আদালত। পরবর্তী কালে কম্পিউটারে টাইপ করে প্রেসক্রিপশন লেখার পরামর্শ দেয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement