HS Result 2020 LIVE: সমস্যা শেষ! ফল দেখুন, এবিপি আনন্দের ওয়েবসাইটে, ক্লিক করুন wb12.abplive.com
WB HS Results 2020 LIVE Updates, Results will be live on wb12.abplive.com: আজ দুপুর সাড়ে তিনটেয় উচ্চমাধ্যমিকের ফল। থাকছে না মেধাতালিকা। মার্কশিট মিলবে ৩১ জুলাই। ১০ অগাস্ট থেকে স্নাতকে অনলাইনে ভর্তি।
LIVE
Background
কলকাতা: আজ দুপুর সাড়ে তিনটেয় প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল। করোনা লকডাউনের জেরে সবকটি পরীক্ষা না হতে পারায় এবার আর প্রকাশিত হবে না মেধাতালিকা। মার্কশিট মিলবে ৩১ জুলাই। ১০ অগাস্ট থেকে শুরু হবে স্নাতকে অনলাইনে ভর্তি।
মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সম্ভবত শুক্রবার প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফল। পরে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও জানিয়ে দেয়, শুক্রবার হবে ফলপ্রকাশ। তবে, এবার সকালে নয়, ১৭ জুলাই উচ্চমাধ্যমিকের আনুষ্ঠানিক ফলপ্রকাশ দুপুর সাড়ে ৩টেয়। করোনা লকডাউনের জেরে সিবিএসই, আইসিএসই ও আইএসসি-র মত উচ্চমাধ্যমিকেরও ৩ দিনের পরীক্ষা বাতিল হয়ে যায়। ২, ৬ ও ৮ জুলাইয়ের পরীক্ষা হতে পারেনি। যার জেরে, এবারের উচ্চমাধ্যমিকের কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। পর্ষদ জানিয়েছে, যে পরীক্ষাগুলি সংশ্লিষ্ট পড়ুয়া দিতে পেরেছেন, সেগুলির মধ্যে যেটিতে তিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন সেই নম্বরই বাকি থাকা পরীক্ষাগুলির নম্বর হিসেবে যুক্ত হবে।