বাজপেয়ীজি শেষ জীবনে সক্রিয় থাকলে আজ বিজেপি এত অহংকারী হতো না: মায়াবতী
লখনউ: বহুজন সমাজ পার্টি সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী জানান, অটল বিহারী বাজপেয়ী দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও দেশের স্বার্থে কাজ করেছিলেন। তাঁর দাবি, শেষজীবনে অটলজি সক্রিয় থাকলে বিজেপি কখনই এত জনবিরোধী, সংকীর্ণ, নিচ ও অহংকারী ও বিদ্বেষপূর্ণ দলে পরিণত হতো না।
প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন করতে গিয়ে মায়াবতী বলেন, অটলজি দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন। সাংসদ, মন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অবদানকে মানুষ চিরকাল স্মরণ করে এবং ভবিষ্যতেও করবে। কবি মনের অটলজি সকলের জীবনে যে প্রভাব বিস্তার করেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
মায়াবতী যোগ করেন, অটল বিহারী বাজপেয়ী এমন এক নেতা ছিলেন, যিনি ভারতীয় জন সংঘ এবং পরবর্তীকালে নতুন রূপ—বিজেপিতে থাকা সত্ত্বেও দলমতনির্বিশেষ মানুষের থেকে ভালবাসা ও সম্মান পেয়েছেন। তাঁর আমলে নেওয়া পাকিস্তান ও কাশ্মীর নীতি মানুষ আজও মনে রেখেছে।