এক্সপ্লোর
আয়ুষ মন্ত্রীর বক্তব্য অস্বীকার, প্রিন্স চার্লস আয়ুর্বেদ চিকিৎসা করাচ্ছেন না, দাবি মুখপাত্রর
প্রিন্স চার্লস গত মাসে করোনায় আক্রান্ত হন। তবে চিকিৎসার পর এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন।
নয়াদিল্লি: প্রিন্স চার্লস বেঙ্গালুরুর এক আয়ুর্বেদ চিকিৎসকের দেওয়া ওষুধ খেয়ে করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন বলে জানিয়েছিলেন আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক। তবে তাঁর এই বক্তব্য অস্বীকার করলেন প্রিন্স চার্লসের এক মুখপাত্র। তিনি জানিয়েছেন, ‘এই তথ্য ঠিক নয়। ন্যাশনাল হেলথ সার্ভিসের পরামর্শ মেনে চলছেন প্রিন্স অফ ওয়েলশ। তিনি অন্য কোনও চিকিৎসার সাহায্য নেননি।’
প্রিন্স চার্লস গত মাসে করোনায় আক্রান্ত হন। তবে চিকিৎসার পর এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন। এ বিষয়ে বৃহস্পতিবার আয়ুষ মন্ত্রী দাবি করেন, ‘বেঙ্গালুরুর এক আয়ুর্বেদিক চিকিৎসক আমাকে ফোন করে জানিয়েছেন, তিনি প্রিন্স চার্লসকে সুস্থ করে তুলেছেন। আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি ওষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল প্রিন্স চার্লসকে। সেই ওষুধেই তিনি সুস্থ হয়ে উঠেছেন। আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি ওষুধ কীভাবে করোনা ভাইরাসের মতো রোগ সারিয়ে দেয়, এটা তারই একটি উদাহরণ।’
সংশ্লিষ্ট চিকিৎসক আইজ্যাক মাথাইও দাবি করেন, তিনি প্রিন্স চার্লসের চিকিৎসা করেন। তাঁর আয়ুর্বেদ রিসর্টের ওয়েবসাইটেও প্রিন্স চার্লসের একটি ভিডিও বার্তা রয়েছে। এই চিকিৎসক অবশ্য প্রিন্স চার্লসের করোনার চিকিৎসা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। আয়ুষ মন্ত্রীর বক্তব্যের কোনও প্রতিক্রিয়াও দেননি এই চিকিৎসক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement