এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রীর, সম্মানিত ২৫ করোনা যোদ্ধা, পুলিশের মাধ্যমে বিনামূল্যে ৫ লক্ষ মাস্ক বিলি
যাঁরা দেশকে স্বাধীন করার জন্য জীবন বলিদান দিয়েছেন, তাঁদের প্রণাম। ট্যুইটে বার্তা মুখ্যমন্ত্রীর।
কলকাতা: রাজ্যে রেড রোডে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পতাকা উত্তোলনের পর তিনি ২৫ জন করোনা যোদ্ধাকে সম্মান জানান। এঁদের মধ্যে রয়েছেন চিকিত্সক, নার্স, পুলিশ কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রের করোনাজয়ীরা।
প্রতিবছরের থেকে এবারের অনুষ্ঠান একটু আলাদা। কারণ করোনা আবহে সকলের মুখে মাস্ক, প্রত্যেকের মাঝে নিরাপদ দূরত্ব।
স্বাধীনতা দিবসে ট্যাবলো প্রদর্শন করে রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগ। বাউল গানের থিমে ট্যাবলো প্রদর্শিত হয় তথ্য-সংষ্কৃতি দফতর থেকে।
তবে আজকের অনুষ্ঠান ছিল খুবই সংক্ষিপ্ত।
৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে ট্যুইটে শুভেচ্ছাবার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি লিখেছেন, 'সব ভাই ও বোনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। যাঁরা দেশকে স্বাধীন করার জন্য জীবন বলিদান দিয়েছেন, তাঁদের প্রণাম। কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। যে নীতি ও আদর্শের ভিত্তিতে স্বাধীন দেশ গঠন হয়েছে, তাকে যে কোনও মূল্যে রক্ষা করতে হবে।'
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement